‘ইয়াস’ সতর্কতায় বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, রইল তালিকা

ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yaas) কথা মাথায় রেখে ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে কম হয়, প্রাণহানির ঘটনা যাতে না ঘটে, সেই সমস্ত বিষয়ের কথা ভাবনা-চিন্তা করে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের কথা সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Rail)।

'ইয়াস' সতর্কতায় বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, রইল তালিকা
ফাইল ছবি
Follow Us:
| Updated on: May 24, 2021 | 10:49 AM

কলকাতা: ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yaas) কথা মাথায় রেখে ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে কম হয়, প্রাণহানির ঘটনা যাতে না ঘটে, সেই সমস্ত বিষয়ের কথা ভাবনা-চিন্তা করে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের কথা সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Rail)। দক্ষিণ পূর্ব রেলওয়ে এবং ইস্ট কোস্ট রেলওয়ের পক্ষ থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। মূলত যে সমস্ত ট্রেন গুলি হাওড়া-চেন্নাই রুট ধরে দক্ষিণ ভারতের দিকে যায় অথবা দক্ষিণ ভারতের দিক থেকে পূর্ব ভারতের উদ্দেশে আসে মূলত সেই সমস্ত ট্রেন গুলিকে বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া হাওড়া খড়গপুর রুট যে সমস্ত ট্রেন পশ্চিম ভারতের উদ্দেশে যায় সেই সমস্ত রুটের একাধিক ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে।

দুটি দফায় প্রথমে ৭৮ টি এবং পরবর্তীতে আরও ৪১টি দূরপাল্লার ট্রেন বাতিলের কথা ঘোষণা করে দক্ষিণ পূর্ব রেলওয়ে। মূলত ২৫-২৭মে ট্রেনগুলি বাতিল করা হয়েছে। তবে কয়েকটি ক্ষেত্রে ২৪ তারিখ অর্থাৎ সোমবার থেকেই একাধিক ট্রেন বাতিল থাকবে।

দক্ষিণ পূর্ব রেল যে সমস্ত ট্রেন বাতিল করেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি ট্রেনের তালিকা

হাওড়া ভুবনেশ্বর বাতিল ২৫-২৭ মে হাওড়া পুরি বাতিল ২৫-২৭ মে হাওড়া যশবন্তপুর বাতিল২৫ ও ২৬ মে হাওড়া কন্যাকুমারী – ২৪ মে বাতিল হাওড়া সেকেন্দ্রাবাদ – ২৪-২৬ মে হাওড়া চেন্নাই – বাতিল ২৪-২৬ মে হাওড়া তিরুচিরাপল্লী – বাতিল ২৫ মে হাওড়া পুডুচেরি – বাতিল ২৬ মে হাওড়া হায়দ্রাবাদ – বাতিল ২৫-২৭ মে হাওড়া ভাস্কোদাগামা – বাতিল ২৫ এবং ২৭ মে হাওড়া মহীশূর – বাতিল ২৮ মে হাওড়ায় এর্নাকুলাম – বাকিল ২৯ মে হাওড়া আমেদাবাদ – বাতিল ২৫ ও ২৬ মে হাওড়া মুম্বাই ছত্রপতি শিবাজী টার্মিনাস- বাতিল ২৫,২৬ মে হাওড়া রাঁচী – বাতিল ২৫,২৬ মে শালিমার গোরখপুর – বাতিল ২৪ মে শালিমার পাটনা – বাতিল ২৪ এবং ২৬ মে হাওড়া চক্রধরপুর – বাতিল ২৬ থেকে ২৭ মে

এছাড়া একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন রয়েছে যেগুলি দক্ষিণ-পূর্ব রেলের উপর দিয়ে যায় সেগুলিও থাকবে বাতিল।

নিউ দিল্লী পুরি আনন্দবিহার ভুবনেশ্বর পুরি হাতিয়া তিরুবনন্তপুরম শিলচর গুয়াহাটি যশবন্তপুর

শুধুমাত্র দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ নয় ইস্ট কোস্ট রেলের পক্ষ থেকে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। পুরি এবং ভুবনেশ্বর থেকে যে সমস্ত ট্রেন গুলি ছাড়ে কিংবা ওই স্টেশনের ওপর দিয়ে যায় সেই সমস্ত ট্রেন বাতিল থাকবে। ইস্ট কোস্ট রেলের ওপর দিয়ে যায় এরকম নব্বইটি ট্রেন বাতিল থাকছে।

ঝড়ের কারণে কোথাও বিদ্যুতের খুঁটি উপরে পড়ে বিদ্যুৎ বিপর্যয় কিংবা ঝড়ের তীব্র গতিতে ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ার সম্ভাবনা থাকে। সেই সমস্ত বিষয়ের কথা মাথায় রেখে প্রাণহানি যাতে না হয় সে কারণেই এরকম ব্যবস্থা গ্রহণ করেছে ভারতীয় রেল।

আরও পড়ুন: দিঘা থেকে দূরত্ব ৬৫০ কিমি, আজই ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ইয়াস! বিপদ বাড়িয়েছে পূর্ণিমার কোটাল

♦♦♦ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় নবান্নের তরফে প্রকাশ করা হল হেল্পলাইন নম্বর। ঘূর্ণিঝড়ের সময়ে যে কোনও বিপদে পড়লে ফোন করুন এই নম্বরগুলিতে ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬।