মঙ্গলেই ফের শুরু বৃষ্টি, থাকছে জলস্তর বাড়ার আশঙ্কাও

বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকায়, অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে।

মঙ্গলেই ফের শুরু বৃষ্টি, থাকছে জলস্তর বাড়ার আশঙ্কাও
অলংকরণ: অভিজিৎ বিশ্বাস
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2021 | 8:30 AM

কলকাতা: আকাশে মেঘ থাকলে নিম্নচাপ কেটেছে বাংলা থেকে। টানা বৃষ্টি আপাতত হচ্ছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কোথাও কোথাইও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে। আকাশ মোটামুটিভাবে মেঘলা থাকবে। আবহাওয়ায় থাকবে অস্বস্তিও। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও জলস্তরও বাড়তে পারে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, নিম্নচাপ কেটে গিয়েছে ইতিমধ্যেই। টানা বৃষ্টির থেকে রেহাই পেয়েছে দক্ষিণবঙ্গ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে গরমের অস্বস্তিও থাকবে। বঙ্গোপসাগরের ওপরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রয়েছে। সেই কারণেই বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও অনেকটাই বেশি। তাই গরমের অস্বস্তি বজায় থাকবে সারাদিন। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আওয়া দফতর। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং কালিম্পং এ অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। সুস্পষ্ট নিম্নচাপ সরে উত্তরপ্রদেশে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার দার্জিলিং, কালিম্পং-এ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। বাকি তিন জেলার চেয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। বৃষ্টিতে ধস নামতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বাড়বে নদীর জলস্তর।

এ দিকে, গত কয়েকদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। জায়গায় জায়গায় জল জমে আছে। বহু মানুষ ঘরছাড়া। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় একাধিক জেলায় বাঁধ ভেঙে জল ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে,  ডিভিসি লাগাতার জল ছাড়ছে মাইথন, পাঞ্চেত ও তেনুঘাট জলাধার থেকে। যার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে শনিবার দুপুরে ৯ জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়ার জেলাশাসককে বিশেষভাবে সতর্ক করেছেন তিনি। আরও পড়ুন: ঝাড়খণ্ডের বৃষ্টিতে বন্যার ভ্রুকুটি বঙ্গে, ৫ জেলায় সক্রিয়তা, সতর্ক থাকতে বলল নবান্ন