রাজনীতিতে অভিষেকের থেকে ‘অনভিজ্ঞ’ দিলীপ! কেন্দ্রকে তোপ দেগে সুর চড়ালেন সৌগত
তাঁর সাফ কথা, "মেক-ইন-ইন্ডিয়ায় বলা হয়েছিল ১০ কোটি চাকরি হবে। কিন্তু গত ৪৫ বছরের রেকর্ড বেকারত্ব হয়েছে।"
কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে ক্রমাগত ভাঙছে তৃণমূলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ভাঙনের জেরে কিছুটা হলেও ব্যাকফুটে শাসক দল। এরই মধ্যে বুধবার ফের তৃণমূল ভবন থেকে কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। সরাসরি আক্রমণের কেন্দ্রে প্রধানমন্ত্রী। তাঁর সাফ কথা, “মেক-ইন-ইন্ডিয়ায় বলা হয়েছিল ১০ কোটি চাকরি হবে। কিন্তু গত ৪৫ বছরের রেকর্ড বেকারত্ব হয়েছে।”
এ দিকে রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক দিন আগেই জানিয়েছেন, রাজ্য যাচাই করবে কেন্দ্রের এই প্রকল্প। আর তারপরেই কেন এতদিন এই প্রকল্প চালু হল না, এই মর্মে সুর চড়িয়েছেন শুভেন্দু, দিলীপরা। সেই কৃষক প্রসঙ্গেও এদিন মোদী সরকারকে বিঁধলেন সৌগত। প্রধানমন্ত্রী কৃষক সম্মানে বলা হয়েছিল দ্বিগুণ হবে কৃষকদের আয়। কিন্তু কেন পরিসংখ্যান বলছে ২০২৮ সালের আগে কৃষকদের আয় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা নেই! এই প্রশ্নও ছুড়ে দিয়েছেন তৃণমূলের এই প্রবীণ নেতা। কেন্দ্র শুধু প্রকল্পের প্রচার করে কিন্তু লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারে না। এই কথা বলে কেন্দ্রের একাধিক প্রকল্পকে কটাক্ষ করেন তিনি। সৌগত বলেন, “স্মার্ট সিটি প্রকল্পে ২০২০ এর মধ্যে ১০০ টা স্মার্ট সিটি হওয়ার কথা ছিল। কিন্তু অধিকাংশ প্রকল্পই শেষ হয়নি। কেন্দ্র তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।”
গরু পাচার, কয়লা পাচার নিয়ে ক্রমাগত শাসক শিবিরের অস্বস্তি বাড়াচ্ছে বঙ্গ বিজেপি। তারও পাল্টা তত্ত্ব এদিন দিলেন সৌগত। কার্যত গরু পাচার কাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। তৃণমূল সাংসদ বলেন, ” গরু পাচার রোখা আমাদের রাজ্য পুলিসের কাজ নয়। ওটা বিএসএফ এর কাজ। বিএসএফ ঠিক মত কাজ করছে কিনা সেটা স্বরাষ্ট্রমন্ত্রী দেখছেন না। তিনি এখানে এসে কারও কারও বাড়িতে ভাত খাচ্ছেন।”
নাম না নিলেও ক্রমাগত ‘ভাইপো’ সম্বোধন করে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করছে বঙ্গ বিজেপি। অনেক গেরুয়া শিবিরের নেতা নাম নিয়েই বুঝিয়েছেন ‘ভাইপো’ আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই। সেই আক্রমণেরও উত্তর মিলল সৌগতর বুধবারের সাংবাদিক বৈঠকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলনায় দিলীপ ঘোষকে রাজনীতিতে ‘অনভিজ্ঞ’ প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি। সৌগত এদিন বলেন, “দিলীপ ঘোষের রাজনৈতিক অভিজ্ঞতা অনেক কম, ২০১৫ সালের আগে তিনি কোনও নির্বাচনে দাঁড়াননি। অভিষেক সাংসদ হিসেবে দিলীপ ঘোষের থেকে পুরনো। বিজেপি অভিষেককে ব্যক্তিগত আক্রমণ করছে। এর উত্তর মানুষ দেবে।”
আরও পড়ুন: মানিকতলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন
বিবেকানন্দর জন্মদিনে রাজনৈতিক সমাবেশে উত্তাল হয়েছে বাংলা। সেখানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, “মনীষী নিয়ে রাজনীতি করাটা একান্ত প্রয়োজন।” সে বিষয়েও এদিন প্রতিক্রিয়া দিয়েছেন সৌগত। তিনি বলেন, ” আমরা মনীষীদের নিয়ে রাজনীতি করি না। মনীষীদের যোগ্য সম্মান দেওয়া আমাদের কাজ।” কৃষক আন্দোলন নিয়েও কেন্দ্রকে বিঁধতে ছাড়েননি সৌগত। সুপ্রিম কোর্টের কৃষি আইন স্থগিত করার বিষয়ে তিনি বলেন, “আমরা চাই এই আইন প্রত্যাহার করা হোক।”