Coronavirus in West Bengal: রাজ্যে বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা, কলকাতায় দৈনিক আক্রান্ত ৭০১
COVID Cases: শনিবারের তুলনায় রবিবার কলকাতায় বেড়েছে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও বেড়েছে আক্রান্ত।
কলকাতা: রাজ্যে ফের বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুসারে, রাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮২২ জন। শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪৯৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাসের পরীক্ষা করানো হয়েছে ১২ হাজার ৯২১ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে পজিটিভিটি রেট ১৪.৯৪ শতাংশ। কোভিডের জেরে রবিবার রাজ্যে মৃত্যু হয়েছে তিন জনের। রাজ্য সরকারের প্রকাশিত রিপোর্ট অনুসারে, গোটা অতিমারি পর্বে রাজ্যে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ২১ হাজার ২২২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ৩২ হাজার ৬৬৩ জন।
শনিবারের তুলনায় রবিবার কলকাতায় বেড়েছে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও বেড়েছে আক্রান্ত।
এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –
কলকাতা – রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ৭০১ জন। শনিবার কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৫৫০ জন। শুক্রবার কলকাতায় করোনা আক্রন্ত হয়েছিলেন ৬৭৩ জন।
উত্তর ২৪ পরগনা – রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৫৫ জন। শনিবার আক্রান্ত হয়েছিলেন ৪২৯ জন। শুক্রবার উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৪১ জন।
দক্ষিণ ২৪ পরগণা – রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ১১০ জন। শনিবার আক্রান্ত হয়েছিলেনন ৯৮ জন। শুক্রবার দক্ষিণ ২৪ পরগণায় করোনা আক্রান্ত হন ১৫৮ জন।
হাওড়া – রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ৮১ জন। শনিবার আক্রান্ত হয়েছিলেনন ৬৭। শুক্রবার হাওড়ায় করোনা আক্রান্ত ছিলেন ৮১ জন।
নদিয়া – রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ৫১ জন। শনিবার আক্রান্ত হয়েছিলেন ৪০ জন। শুক্রবার নদিয়ায় করোনা আক্রান্ত হন ৫১ জন।
পশ্চিম বর্ধমান – রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৭ জন। শনিবার আক্রান্ত হয়েছিলেন ৩৫ জন। শুক্রবার পশ্চিম বর্ধমানে আক্রান্ত হয়েছেন ৪৬ জন।
পশ্চিম মেদিনীপুর- রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। শনিবার আক্রান্ত হয়েছিলেন ৪৬ জন। শুক্রবার পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত হন ৪১ জন।
দার্জিলিং- রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। শনিবার আক্রান্ত হয়েছিলেন ৩৬ জন। শুক্রবার দার্জিলিংয়ে করোনা আক্রান্ত হয়েছেন ২৯ জন।
বীরভূম- রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ৫৩। শনিবার আক্রান্ত হয়েছিলেন ১৬ জন। শুক্রবার আক্রান্ত হন ৪৪ জন।
পূর্ব বর্ধমান- রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৬ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ৩৭ জন। শুক্রবার করোনা আক্রান্ত হয়েছেন ২৫ জন।
পূর্ব মেদিনীপুর – রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ১৩ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ৯ জন। শুক্রবার আক্রান্ত হয়েছেন ৯ জন।
জলপাইগুড়ি – রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ৩২ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ৭ জন। শুক্রবার আক্রান্ত হয়েছেন ২০ জন।
মুর্শিদাবাদ – রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ৬ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ৪ জন। শুক্রবার আক্রান্ত হয়েছেন ৪ জন।
মালদহ – রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ১৩ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ৬ জন। শুক্রবার আক্রান্ত হয়েছেন ১১ জন।
উত্তর দিনাজপুর – রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ৬ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ৭ জন। শুক্রবার আক্রান্ত হয়েছেন ১ জন।
আলিপুরদুয়ার – রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ৭ জন। শনিবার এই জেলায় কেউ করোনার কবলে পড়েননি। আলিপুরদুয়ারে শুক্রবারে করোনা আক্রান্ত হয়েছেন ৬ জন।
বাঁকুড়া – রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ১১ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ৩ জন। শুক্রবার বাঁকুড়ায় করোনা আক্রান্ত হয়েছিলেন ৬ জন।
দক্ষিণ দিনাজপুর – রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ৮ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ২ জন। শুক্রবার করোনা আক্রান্ত হয়েছেন ৫ জন।
পুরুলিয়া – রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ৯ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ১ জন। শুক্রবার করোনা আক্রান্ত হয়েছেন ৫ জন।
ঝাড়গ্রাম – রবিবার ঝাড়গ্রামে কেউ নতুন করে কোভিডে আক্রান্ত হননি। শনিবার আক্রান্ত হয়েছিলেন ১২ জন। শুক্রবার করোনা আক্রান্ত হয়েছেন ২ জন।
কোচবিহার – রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ৬ জন। শুক্রবার করোনা আক্রান্ত হয়েছেন ৩ জন।
কালিম্পং – রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ১ জন। শনিবার কেউ আক্রান্ত হননি। শুক্রবার করোনা আক্রান্ত হয়েছেন ১ জন। বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন ১ জন।
হুগলি – রবিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ৮৬ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ৮৮ জন। শুক্রবার আক্রান্ত হয়েছিলেন ৭৭ জন।