Durga Puja: বাচ্চাদের নিয়ে ঠাকুর দেখতে বেরচ্ছেন? আগে জেনে নিন, ডাক্তারবাবুদের পরামর্শ

Child Health: আপনার বাড়ির কচি-কাচারা বায়না করবে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। এই অতিমারিকালে ঠিক কী করবেন আর কী করবেন না সেই বিষয়ে বিশিষ্ঠ চিকিৎসকদের মতামত নিল টিভি ৯ বাংলা ডিজ়িটাল।

Durga Puja: বাচ্চাদের নিয়ে ঠাকুর দেখতে বেরচ্ছেন? আগে জেনে নিন, ডাক্তারবাবুদের পরামর্শ
ভিড়ে শিশুদের নিয়ে ঠাকুর দেখতে যাওয়ার আগে সাবধান হোন। (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2021 | 5:55 PM

কলকাতা: উত্তরবঙ্গের খবর নিশ্চই পড়ছেন। একের পর এক শিশু আক্রান্ত হচ্ছে ইনফ্লয়েঞ্জা ভাইরাসে। এমনকী কারও কারও শরীরে মিলছে করোনার (Corona) উপস্থিতি। মৃত্যুর খবরও সামনে এসেছে। শুধু উত্তরবঙ্গে কেন? দক্ষিণবঙ্গের ছবিও অনেকটাই এক। কিন্তু আবারও কেন এইসব কথা বলা? নাহ! ভয় ধরানো নয়, আপনাদের সচেতন করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। কারণ আজ চতুর্থী। পুজো এসেই গিয়েছে। আর আপনার বাড়ির কচি-কাচারা বায়না করবে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তাহলে এই অতিমারিকালে ঠিক কী করবেন আর কী করবেন না সেই বিষয়ে বিশিষ্ঠ চিকিৎসকদের মতামত নিল টিভি ৯ বাংলা ডিজিটাল।

শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ সুমনা কাঞ্জিলাল বলছেন, ” উৎসব থাকবেই তবে তার মধ্যেও সচেতন থাকতে হবে অভিভাবকদের। অতিমারিকালে বাইরে না বেরোনোই ভালো, একান্তই যদি বেরোতে হয় অবশ্যই মাস্ক, স্যানিটাইজ়ার এবং দূরত্ববিধি বজায় রেখে শিশুদের নিয়ে ঠাকুর দেখতে বেরোতে হবে। ২ বছরের নিচে শিশু অর্থাৎ যারা মাস্ক পরতে পারেন না তাঁদের জমায়েতে না নিয়ে যাওয়াই ভালো। ”

আর এক বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ সুমন পোদ্দার বলছেন,” রাস্তা-ঘাটে বেরোলে দেখা যায় অনেকেই মাস্ক পরেননা। সঙ্গে বাচ্চাদেরও পরান না। মাস্ক পরা মানুষের সংখ্যার থেকে মাস্কবিহীন মানুষের সংখ্যা যেন বেশি। সেক্ষেত্রে শুধু করোনা নয় পাশাপাশি আরও অসুখ ছড়াতে পারে। এখন হয়ত করোনা কিছুটা নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু এইভাবে চলতে থাকলে নিয়ন্ত্রণ নাও থাকতে পারে। কোথাও যেন আমাদের একটা গা-ছাড়া ভাব চলে এসেছে। এখন ৫০ শতাংশে বেশি শ্বাসকষ্টের রোগী আসছে। ”

শিশুদের শারীরিক সুস্থতায় অভিভাবকদের গুরুত্ব বোঝাতে গিয়ে সুমনবাবু জানান,”শিশুদের শারীরিক অসুস্থতার জন্য দায়ী বাবা-মা-য়েরাই। প্যান্ডেলে ঠাকুর দেখতে যাওয়ার বায়না ছোটোরা করবেই। কিন্তু তাঁদের নামী মণ্ডপের ঠাকুর দেখাতে ভিড়ের মধ্যে না নিয়ে গিয়ে যদি নিজের পাড়ার ঠাকুর দেখানো হয় সেক্ষেত্রে ভিড় কিন্তু এড়ানোই যেতে পারে। ”  শিশুদের সঙ্গে বাড়িতেই বিভিন্নভাবে পর্যাপ্ত সময় কাটাতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ এই চিকিৎসক।

এখনও অবধি স্কুল খোলেনি এই রাজ্যে। অভিভাবকদের একাংশের মত ছিল না স্কুল খোলায়। তাঁরা মনে করেছিলেন এতে সংক্রমণ বেড়ে যেতে পারে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যদি সংক্রমণ নিয়ন্ত্রিত থাকে তবে খুলতে পারে স্কুল। এবার প্রশ্ন মণ্ডপে ভিড়ের মধ্যেই শিশুদের নিয়ে বাইরে যাচ্ছেন অভিভাবকরা কিন্তু স্কুল খুললেই দোষ?

চিকিৎসক সুমন পোদ্দার বলছেন,”সেক্ষেত্রে হয়ত বাবা-মা ভাবছেন স্কুল গেলে সন্তান আমাদের চোখের আড়ালে থাকছে। সে কী করছে কী করছে না আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সন্তান নিজের কাছেই থাকছে।  ”

পুজোয় শিশুদের শারীরিক সুস্থতায় কী করবেন?

১) বাচ্চাদের ভিড় থেকে যতটা সম্ভব দূরে রাখুন।

২) যে সব শিশুরা মাস্ক পরতে পারে তাদের মাস্ক পরিয়ে বাইরে বের করুন। যারা পরতে পারে না তাদের বাইরে না যেতে দেওয়াই ভালো।

৩) দূরে না গিয়ে, বাড়ির কাছের পুজো মণ্ডপগুলি ঘুরিয়ে দেখান।

৪) যতটা পারবেন নিজের শিশুকে সময় দিন। বাড়িতে থেকেই শিশুদের সঙ্গে সময় কাটান।

৫) অভিভাবকরা নিজেরা সতর্ক থাকুন। কারণ আপনার থেকে সংক্রমণ আপনার শিশুর শরীরে ছড়িয়ে পড়তে পারে।

৬) জ্বর, সর্দি, কাশি হলে অবশ্যই সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নিন।

এদিকে, দেশের আর ভ্যালু(R Value) নিম্নমুখী হলেও চিন্তা রয়েছে কলকাতা(Kolkata), মুম্বই (Mumbai), বেঙ্গালুরু (Bengaluru) ও চেন্নাই(Chennai)-কে ঘিরে, কারণ সেখানে আর ভ্যালু ১-র উপরে। আর ফ্যাক্টরের মাধ্যমে সংক্রমণ কোন গতিতে এগোচ্ছে পাশাপাশি একজন করোনা আক্রান্তের থেকে আরও কতজন সংক্রমিত হতে পারে, তা জানা যায়। এক মাস আগেও কলকাতার আর ভ্যালু যেখানে ১.০৪ ছিল উৎসবের মরশুমে সেই ভ্যালু ঠিক কোন জায়গায় পৌঁছাতে পারে সেই বিষয়ে যথেষ্ঠ চিন্তিত বিশেষজ্ঞরা। তাই চিকিৎসকরা বলছেন, উৎসব পালন করুন তবে ‘নিউ নর্মালে’।

আরও পড়ুন: Corona vaccine double dose: পুজোর ভিড়ে ডবল ডোজ় আদৌ কতটা সুরক্ষিত? বেরোনোর আগে জেনে নিন বিশেষজ্ঞের মত