President Draupadi Murmu: ‘সাফল্যের শিখরে পৌঁছেও বাঙালি মাটির সঙ্গে জুড়ে থাকে…’, বাংলায় এসে একাত্ম রাষ্ট্রপতি

Draupadi Murmu: রাষ্ট্রপতি বললেন, 'সফলতার শিখরে পৌঁছে যাওয়ার পরও বঙ্গবাসী মাটির সঙ্গে জুড়ে থাকে। এর জন্য বাংলাকে আমি সম্মান করি।'

President Draupadi Murmu: 'সাফল্যের শিখরে পৌঁছেও বাঙালি মাটির সঙ্গে জুড়ে থাকে...', বাংলায় এসে একাত্ম রাষ্ট্রপতি
দ্রৌপদী মুর্মু
Follow Us:
| Edited By: | Updated on: Mar 28, 2023 | 1:15 AM

কলকাতা: নেতাজি ইনডোরের অনুষ্ঠানে এসে বাংলার সঙ্গে একাত্ম হয়ে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। নিজের বক্তব্যের শুরুতেই স্পষ্ট বাংলা ভাষায় বললেন, ‘বাংলার ভাইবোনদের জানাই আমার শুভেচ্ছা, নমস্কার, জোহার।’ তারপর শুরু থেকে শেষ পর্যন্ত বাংলার প্রতি ভালবাসার কথাই বার বার উঠে এল রাষ্ট্রপতির গলায়। দেশের স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকা, বাংলার মহিলাদের অবদান সব মনে করালেন রাষ্ট্রপতি। বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দেমাতরম’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জন-গণ-মন’, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ‘জয় হিন্দ’ কীভাবে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আলাদা মাত্রা এনে দিয়েছিল, সেই কথাও বললেন রাষ্ট্রপতি মুর্মু। দেশের গৌরব ও দেশের সম্মানের জন্য বাঙালি কীভাবে নিজেদের জীবন উৎসর্গ করেছে, তাও স্মরণ করালেন তিনি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বললেন, ‘মাত্র ১৮ বছর বয়সে দেশের জন্য ফাঁসিকাঠে উঠেছিলেন ক্ষুদিরাম বসু। একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী… গানটির সঙ্গে প্রত্যেকটি বাচ্চা পরিচিত।’ পাশাপাশি মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্তর মতো স্বাধীনতা সংগ্রামীদের নামও উঠে আসে রাষ্ট্রপতির গলায়। সেই সঙ্গে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা , ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’-র একটি পংক্তিও স্পষ্ট ভাষায় বললেন তিনি, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি…’

নিজের বক্তব্যের বহু বাঙালির কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। চলচ্চিত্র জগতে সত্যজিৎ রায়, উত্তম কুমারের অবদান থেকে শুরু করে, দেশের ক্রীড়াজগতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদানের কথাও উঠে আসে দ্রৌপদী মুর্মুর গলায়। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রয়াত প্রণব মুখোপাধ্যায় দেশের আধুনিক রাজনীতিতে কী অবদান রেখে গিয়েছিলেন, সেই কথাও স্মরণ করেন তিনি। বললেন, ‘সফলতার শিখরে পৌঁছে যাওয়ার পরও বঙ্গবাসী নিজেদের শিকড়কে কখনও ভোলেন না। এর জন্য বাংলাকে আমি সম্মান করি।’ রাষ্ট্রপতির কথায়, ‘বাংলা ভাষা আমার খুব মিষ্টি লাগে। এটি একটি মিষ্টি ভাষা। এই মিষ্টতা যখন আমার কানে আসে, আমার মনে হয় আমি নিজের গ্রামের আশপাশেই রয়েছি। এই ভাষার মিষ্টতা আমাকে আকর্ষিত করে।’