Durga Pujo Security: পুজোর সময়ে বিশ্বকাপও, শহরের নিরাপত্তায় আরও বেশি ফেস রেকগনিশন ক্যামেরা
Durga Pujo Security: আকাশে-বাতাসে এখনও কোনও পুজো পুজো গন্ধটাই নেই। তবে এরই মধ্যেই পুজোয় শহরের নিরাপত্তার প্রস্তুতি নিয়ে ফেলল কলকাতা পুলিশ। শহরবাসীর নিরাপত্তায় তৎপর কলকাতা পুলিশ।
কলকাতা: পুজোমুখী বাংলায় আপাতত স্বস্তির কোনও খবর দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে কোথাও ভারী, কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছেই। আকাশে-বাতাসে এখনও কোনও পুজো পুজো গন্ধটাই নেই। তবে এরই মধ্যেই পুজোয় শহরের নিরাপত্তার প্রস্তুতি নিয়ে ফেলল কলকাতা পুলিশ।
শুক্রবারই এই নিয়ে বৈঠক করেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেন, “পুজোতে কলকাতা পুলিশ জনসাধারণের সম্পূর্ণ নজরদারি চালায়। এইবছর বিশ্বকাপ খেলা রয়েছে। আমরা তার জন্য বাড়তি প্রস্তুতি নিয়েছি। যথেষ্ট ব্যবস্থা থাকবে, কোনও চিন্তার কারণ নেই।”
তিনি জানান, ট্রাফিকের তরফে সব ব্যবস্থা নেওয়া হবে। ট্রাফিক সচল রাখতে, শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যানজট এড়াতে সম্পূর্ণ চেষ্টা করা হবে। গড়িয়া গার্ডের আউট পোস্ট চালু করা হয়েছে। গুরুত্বপূর্ণ বাইপাসের করিডরও গাড়ির গতি ঠিক রাখতে শুরু করা হয়েছে।
পাশাপাশি উৎসবমুখর দিনগুলিতে শহরে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ও নিরাপত্তা সুনিশ্চিত করতেও বেশ কিছু পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। এবছর পুজোয় আরও বেশি ফেস রেকগনিশন ক্যামেরা বসানো হচ্ছে। এই ধরনের ক্যামেরায় ডেটা বেস থাকে। যেখান কোনও ব্যক্তিকে শনাক্ত করতে হয়, তার জন্য তথ্য মজুত করে দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে আরও বেশ কিছু নতুন প্রযুক্তি পুলিশ নেবে বলে আশ্বাস দিয়েছেন।