Buddhadeb Bhattacharjee: পাম অ্যাভিনিউতে গিয়ে বুদ্ধদেবের সঙ্গে সাক্ষাৎ মীনাক্ষীদের, এল ব্রিগেড বার্তাও

কলতান দাশগুপ্ত, মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ডিওয়াইএফআই নেতৃত্ব গিয়েছিলেন বুদ্ধদেবের বাড়ি। আগামীকালের ব্রিগেডের জন্য বার্তা আনতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে মীনাক্ষীরা গিয়েছিলেন বুদ্ধদেবের পাম অ্যাভিনিউর বাড়িতে। বুদ্ধদেবের বাড়ি থেকে বেরিয়ে মীনাক্ষী জানিয়েছেন, রবিবার ব্রিগেড ভাল হবে বলে জানিয়েছেন বুদ্ধবাবু।

Buddhadeb Bhattacharjee: পাম অ্যাভিনিউতে গিয়ে বুদ্ধদেবের সঙ্গে সাক্ষাৎ মীনাক্ষীদের, এল ব্রিগেড বার্তাও
বুদ্ধের বাড়িতে মীনাক্ষীরাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2024 | 12:07 AM

কলকাতা: রাত পোহালেই সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ব্রিগেড সম্মেলন। তার আগে শনিবার সন্ধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গিয়ে দেখা করে এলেন DYFI নেতৃত্ব। কলতান দাশগুপ্ত, মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ ডিওয়াইএফআই নেতৃত্ব গিয়েছিলেন বুদ্ধদেবের বাড়ি। আগামীকালের ব্রিগেডের জন্য বার্তা আনতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে মীনাক্ষীরা গিয়েছিলেন বুদ্ধদেবের পাম অ্যাভিনিউর বাড়িতে। বুদ্ধদেবের বাড়ি থেকে বেরিয়ে মীনাক্ষী জানিয়েছেন, রবিবার ব্রিগেড ভাল হবে বলে জানিয়েছেন বুদ্ধবাবু।

বুদ্ধবাবুর সঙ্গে সাক্ষাতের পর মীনাক্ষী বলেছেন, “আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সংগঠনে আমরা এখন যুক্ত। মেহনতি মানুষের আশা ভরসা বুদ্ধবাবুর সঙ্গে দেখা করলাম। আমাদের পূর্বসূরির কাছে আগামীকালের ব্রিগেডে আমাদের দাবি-দাওয়ার কথা জানিয়েছি। উনি শুনেছেন। অভিনন্দন জানিয়েছেন। উনি বলেছেন, ৫০ দিন ধরে চলা ইনসাফ যাত্রার বড় হল্ট ব্রিগেড। ব্রিগেড খুব ভাল হবে বলে আশা করেছেন তিনি।”

বুদ্ধদেবের স্ত্রী মীরা ভট্টাচার্য বলেছেন, “কাল যা হবে তা সবাই মিলে কামনা করছি বড় মাপের একটা সমাবেশ হবে।” বুদ্ধদেবের কথায় যে তাঁরা অনুপ্রাণিত হন, তা এ দিন জানিয়েছেন মীনাক্ষী। তিনি বলেছেন, “বুদ্ধবাবু আমাদের অনুপ্রেরণা দেন, সাহস জোগান। কালকের ব্রিগেড বড় ব্রিগেড ও ভালো ব্রিগেড হবে বলেছেন। এটা আমাদের কাছে বাড়তি অনুপ্রেরণা ও সাহস।”