BSF: শাহজাহান কি বাংলাদেশে? বিএসএফ-কে সতর্ক থাকতে বলল ইডি
শেখ শাহজাহান এখন কোথায়, তা কেউ জানে না। কিন্তু শাহজাহান যদি বাংলাদেশে পালিয়ে থাকেন, বা বাংলাদেশে পালানোর চেষ্টা করেন, তাহলে তাঁকে যাতে ধরা যায় সে জন্য বিএসএফ-কে সতর্ক করেছে ইডি। যদি সত্যিই শাহজাহান বাংলাদেশে পালিয়ে থাকেন, এবং দেশে ফেরার চেষ্টা করেন, তাহলেও তাঁকে যাতে ধরা যায়, সে চেষ্টা করছে ইডি।
কলকাতা: তৃণমূল নেতা শাহজাহান শেখকে ধরতে শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়ায় গিয়েছিলেন ইডি আধিকারিকরা। যদিও শাহজাহানের খোঁজ মেলেনি। উল্টে তাঁর বাড়িতে যাওয়ার চেষ্টা করায় গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। ইডি অফিসার এবং সিআরপিএফ জওয়ানদের মেরে মাথা ফাটিয়েও দেওয়া হয়েছে। এ নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি। কিন্তু শেখ শাহজাহান এখন কোথায়। সে উত্তর নেই কারও কাছেই। কারও মতে শাহজাহান পালিয়েছেন বাংলাদেশে। কারও মতে, রাজ্যেই গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। এ নিয়ে এ বার বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-কে সতর্ক করল ইডি।
শেখ শাহজাহান এখন কোথায়, তা কেউ জানে না। কিন্তু শাহজাহান যদি বাংলাদেশে পালিয়ে থাকেন, বা বাংলাদেশে পালানোর চেষ্টা করেন, তাহলে তাঁকে যাতে ধরা যায় সে জন্য বিএসএফ-কে সতর্ক করেছে ইডি। যদি সত্যিই শাহজাহান বাংলাদেশে পালিয়ে থাকেন, এবং দেশে ফেরার চেষ্টা করেন, তাহলেও তাঁকে যাতে ধরা যায়, সে চেষ্টা করছে ইডি। সন্দেশখালি এবং হিঙ্গলগঞ্জের বর্ডার আউটপোস্টের অন্তর্গত যে সব এলাকাগুলি রয়েছে, সেখানে অতিরিক্ত নজরদারি চালানোর কথা জানানো হয়েছে বিএসএফ-কে। এ নিয়ে ইতিমধ্যেই সিআরপিএফ-এর সঙ্গে বিএসএফ দক্ষিণবঙ্গের কথা হয়েছে বলে জানা গিয়েছে। ইডির তরফে সতর্ক থাকার যে বার্তা পাঠানো হয়েছে, তা বিএসএফ সূত্রেও জানা যাচ্ছে।
রাজ্যে বিভিন্ন ইস্যুর তদন্তে নেমেছে ইডি এবং সিবিআই। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান ইতিমধ্যেই চালিয়েছে তাঁরা। শাসক দলের নেতা থেকে রাজ্যের মন্ত্রীকেও গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। কিন্তু সন্দেশখালির মতো পরিস্থিতি কোথায় হয়নি। এই ঘটনা নিশ্চিতভাবে অন্যমাত্রা যোগ করল।