স্টাফ স্পেশালে ‘অবৈধ সফর’! যাত্রীদের থেকে ১.৫ কোটি টাকার বেশি জরিমানা আদায় পূর্ব রেলের
Staff Special Eastern Railway: জরিমানা আদায়ে কোনও ভুল না থাকলেও বর্তমান সময়ে এই সিদ্ধান্তকে অত্যন্ত 'অমানবিক' বলেই অ্যাখ্যা দিচ্ছেন নিত্যযাত্রীরা।
কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সেই যে লোকাল ট্রেন বন্ধ হয়েছে, তা এখনও চালু হয়নি। যার জেরে সবচেয়ে বিপাকে পড়েছে সমাজের দিন আনা দিন খাওয়া শ্রেণি। শহরতলির সঙ্গে কলকাতা শহরের যোগাযোগ এককথায় বিচ্ছিন্ন। ফলে রুজি-রুটি বন্ধ হওয়ার জোগাড় হয়েছে না জানি কত মানুষের। কিন্তু এই করুণ পরিস্থিতির মধ্যেও রেলের কোষাগার ভরে গিয়েছে জরিমানার অর্থে। সূত্রের খবর, স্টাফ স্পেশালে অবৈধ যাত্রার অভিযোগে গত একমাসে প্রায় ৫০ হাজার যাত্রীর থেকে দেড় কোটি টাকার বেশি জরিমানা আদায় করেছে পূর্ব রেল।
করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে গত মে মাস থেকেই রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেন চলাচল। কিন্তু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য স্টাফ স্পেশাল লোকাল চালাচ্ছিল পূর্ব রেল। হাওড়া এবং শিয়ালদহ রুটে সকালে এবং বিকেলে হাতে গোনা কয়েকটি স্টাফ স্পেশাল ট্রেন চালানো হতো। সেই লোকালে প্রাথমিকভাবে চাপার অনুমতি ছিল রেলের কর্মীদের। এরপর ধাপে ধাপে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী, পুরসভা কর্মী, ব্যাঙ্ক কর্মীদেরও যাতায়াতের অনুমতি দেওয়া হয় রেলের পক্ষ থেকে। কিন্তু শর্ত ছিল, সব ক্ষেত্রেই পর্যাপ্ত নথি নিয়ে যাত্রা করতে হবে। পূর্ব রেল সূত্রে খবর, যাঁদের থেকে এই জরিমানা আদায় করা হয়েছে, তাঁদের কাছে যাত্রা করার জন্য পর্যাপ্ত বৈধ নথি ছিল না।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, একমাসে জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৫০ হাজার যাত্রীদের থেকে। গত জুন মাসে জরিমানার অঙ্কটা দাঁড়িয়েছে ১ কোটি ৬৯ লক্ষে। নিয়ম না মেনে যাত্রা করার জন্যই যাত্রীদের জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল।
রেলের জরিমানা আদায়ে কোনও ভুল না থাকলেও বর্তমান সময়ে এই সিদ্ধান্তকে অত্যন্ত ‘অমানবিক’ বলেই অ্যাখ্যা দিচ্ছেন নিত্যযাত্রীরা। এমন একটা সময় যখন সমাজের বেশিরভাগ স্তরের মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, এবং নিরুপায় হয়ে বহু মানুষকেই বৈধ নথি ছাড়াই স্টাফ স্পেশালে হাওড়া-শিয়ালদহে আসতে হচ্ছে, তখন এভাবে জরিমানা করে কি আরও সমস্যার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে না যাত্রীদের? এই প্রশ্নই তুলতে শুরু করেছেন নিত্যযাত্রীদের একটা বড় অংশ। বিশেষ করে যে পরিমাণ যাত্রীদের জরিমানা করা হয়েছে, তার সংখ্যা নেহাত কম নয়। ফলে রেলের এই জরিমানার সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কতটা ‘মানবিক’, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আরও পড়ুন: মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে এবার আদালতে যাওয়ার তোড়জোড় শুভেন্দুদের