ED Raid: ১০০ কোটি টাকার প্রতারণায় জড়িত কারা? জানতে ধৃত ব্যবসায়ীকে নিয়ে তল্লাশি ইডি-র

Kaushik Nath: ২০১৩ সালে ব্যাঙ্ক জালিয়াতি মামলায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন কৌশিক নাথ। ২০১৮ সালে মুম্বইয়ে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।

ED Raid: ১০০ কোটি টাকার প্রতারণায় জড়িত কারা? জানতে ধৃত ব্যবসায়ীকে নিয়ে তল্লাশি ইডি-র
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 5:50 AM

কলকাতা: ব্যাঙ্ক জালিয়াতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছিলেন ব্যবসায়ী কৌশিক নাথ। ৩০ শে মার্চ তাঁকে গ্রেফতার করে ইডি। ১০০ কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত ব্যবসায়ীকে। গ্রেফতারির পর ইডি হেফাজতেই রয়েছেন তিনি। কৌশিকের বিরুদ্ধে কলকাতা, অসম এবং মুম্বই পুলিশের কাছেও মামলা দায়ের হয়েছে। এ বার কৌশিক নাথকে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালালো ইডি। রবিবার দিনভর এই অভিযান চলেছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। কালিকাপুরের কৌশিক নাথের বাড়ি সহ একাধিক জায়গায় অভিযান চলেছে বলে জানা যাচ্ছে। ব্যাঙ্ক প্রতারণায় কৌশিকের অংশীদার কারা ছিলেন, তা জানার জন্যই এই সব অভিযান চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর।

২০১৩ সালে ব্যাঙ্ক জালিয়াতি মামলায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন কৌশিক নাথ। ২০১৮ সালে মুম্বইয়ে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। আর্থিক প্রতারণা মামলায় এ বার ইডির জালে কৌশিক। রবিবার ব্যবসায়ী কৌশিক নাথকে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকেরা শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়েছেন। কৌশিক নাথের বাড়ি কালিকাপুরে গিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। কসবায় কায়স্থ পাড়ায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি-র আধিকারিকরা।

রবিবার সকাল থেকেই ইডির তদন্তকারী আধিকারিকেরা ব্যবসায়ীকে নিয়ে তল্লাশি চালিয়েছেন। কৌশিক নাথের প্রতারণায় অংশীদার কারা? তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি ১০০ কোটি টাকা কোথায় কোথায় বিনিয়োগ করা হয়েছে? সেই প্রশ্নের উত্তরও পেতে চাইছেন তদন্তকারীরা।