Shantanu Banerjee: নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরও তথ্য পেতে মরিয়া ইডি, বুধবার ফের তলব শান্তনুকে
SSC Scam: প্রসঙ্গত, এই যুবনেতা জিরাট কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব পান প্রথমে। পরে ব্লকের পাশাপাশি জেলাতেও তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন দীর্ঘদিন।
কলকাতা: বুধবার ফের ইডি (ED) দফতরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Santanu Banerjee)। এর আগে কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় শান্তনুকে। ইডি আধিকারিকরা মনে করছেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে এজেন্ট ছিলেন তিনি। সেই কারণে ফের একবার তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা।
উল্লেখ্য, গত শুক্রবার একটানা ৭ ঘণ্টা ইডি দফতরে জিজ্ঞাসাবাদ চলে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। নিয়োগের নামে যে টাকা কুন্তল নিয়েছিলেন বলে অভিযোগ, সেই টাকা শান্তনুর কাছে গিয়েছিল কি না, সেটাও জানার চেষ্টা চলাচ্ছেন ইডি আধিকারিকরা। তাপস মণ্ডলের মুখেও শান্তনুর নাম শোনা গিয়েছে। তাই দফায় দফায় সেইদিন প্রশ্ন করেন গোয়েন্দা অফিসারেরা। তবে তদন্তে আরও কিছু মিলতে পারে বলে মনে করছেন গোয়েন্দা আধিকারিকরা।
প্রসঙ্গত, এই যুবনেতা জিরাট কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব পান প্রথমে। পরে ব্লকের পাশাপাশি জেলাতেও তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন দীর্ঘদিন। এরপর যুব সংগঠনের জেলা সভাপতিরও দায়িত্বে ছিলেন কিছুদিন। তারপর রাজ্য যুব তৃণমূলের সহ সভাপতির দায়িত্বও পেয়েছিলেন। হুগলি জেলার পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যুব তৃণমূলের দায়িত্বও দেওয়া হয়েছিল তাঁকে।
কয়েকদিন আগে শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। তারপরেই আয়কর রিটার্ন এবং তাঁর বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি তলব করা হয়েছে। গত বুধবার প্রায় ১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। কুন্তল ও তাপসের মুখোমুখি তাঁকে বসানো হয়েছিল বলেও সূত্রের খবর।