ED Raid: টাওয়ার চিটফান্ড গোষ্ঠীর কর্ণধারকে হেফাজতে নিল ED

ED Raid: চলতি বছরের শুরু দিকে রাজ্যের প্রায় দশ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। চিটফান্ড কেলেঙ্কারিকান্ডেই মূলত চলে ইডি-র তল্লাশি। ওই দিন মোট দশটি জায়গায় চালানো হয়েছিল অভিযান। মূলত পিনকন ও টাওয়ার চিটভান্ড কোম্পানিতে হানা দেন গোয়েন্দারা।

ED Raid: টাওয়ার চিটফান্ড গোষ্ঠীর কর্ণধারকে হেফাজতে নিল ED
রমেন্দু চট্টোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2023 | 7:12 AM

কলকাতা: বেআইনি অর্থলগ্নি সংস্থা টাওয়ার গোষ্ঠীর কর্ণধার রমেন্দু চট্টোপাধ্যায়কে হেফাজতে নিল ইডি। চিটফান্ড মামলায় সিবিআই গ্রেফতার করেছিল। ওড়িশার জেলে বন্দি ছিলেন রমেন্দু। বুধবার ওড়িশা থেকে বিচার ভবনে বিশেষ ইডি আদালতে পেশ করা হয় তাঁকে। দশ দিনের হেফাজত নিয়েছে ইডি। গোয়েন্দা সূত্রে খবর, টাওয়ার গ্রুপ-এর সঙ্গেও এ রাজ্যের একাধিক শীর্ষ প্রভাবশালী ব্যক্তির যোগ উঠে এসেছে।

চলতি বছরের শুরু দিকে রাজ্যের প্রায় দশ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। চিটফান্ড কেলেঙ্কারিকান্ডেই মূলত চলে ইডি-র তল্লাশি। ওই দিন মোট দশটি জায়গায় চালানো হয়েছিল অভিযান। মূলত পিনকন ও টাওয়ার চিটভান্ড কোম্পানিতে হানা দেন গোয়েন্দারা। একই সঙ্গে আলিপুরের এক আইনজীবীর বাড়িতেও চলেছিল তল্লাশি।

শুধু তাই নয় হাওড়ার জগাছার ধাড়সায় অবস্থিত রমেন্দু চট্টোপাধ্যায়ের বাড়িতেও গিয়েছিলেন ইডি আধিকারিকরা। দীর্ঘ প্রায় সাত থেকে আট ঘণ্টা সেখানে ছিলেন তাঁরা। ইডি সূত্রে খবর, সেই সময় তাঁর বাড়ি থেকে কিছু কাগজপত্র ও নথিও বাজেয়াপ্ত করা হয়।