CPIM Mouthpiece: ‘গণশক্তি’র সম্পাদক বদল? এই প্রাক্তন বাম সাংসদের হাতেই যেতে পারে ব্যাটন

CPIM Mouthpiece: দলের একাংশ জানাচ্ছেন, যদি কোনও অঘটন না ঘটে, তবে দক্ষিণ ২৪ পরগনার বর্তমান জেলা সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ীর হাতেই যেতে পারে গণশক্তি পরিচালনার ভার। তিনিই হতে পারেন দলীয় মুখপত্রের নতুন সম্পাদক।

CPIM Mouthpiece: 'গণশক্তি'র সম্পাদক বদল? এই প্রাক্তন বাম সাংসদের হাতেই যেতে পারে ব্যাটন
গণশক্তির সম্পাদক বদল?Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2023 | 1:04 PM

কলকাতা: সিপিএম (CPIM West Bengal) মুখপত্র ‘গণশক্তি’র সম্পাদক বদল হতে চলেছে বলে গুঞ্জন ছড়িয়েছে। বর্তমানে গণশক্তির (CPIM Mouthpiece Ganashakti) সম্পাদক হিসেবে রয়েছেন দেবাশিস চক্রবর্তী। তবে খুব শীঘ্রই গণশক্তির সম্পাদক পদের ব্যাটন পরিবর্তন হতে পারে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে এখনও পর্যন্ত দলীয় সূত্র মারফত যা খবর, গণশক্তির নতুন সম্পাদক হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন সিপিএম নেতা শমীক লাহিড়ি।

দলের একাংশ জানাচ্ছেন, যদি কোনও অঘটন না ঘটে, তবে দক্ষিণ ২৪ পরগনার বর্তমান জেলা সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ীর হাতেই যেতে পারে গণশক্তি পরিচালনার ভার। তিনিই হতে পারেন দলীয় মুখপত্রের নতুন সম্পাদক। শমীকবাবু বর্তমানে দলের দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। সিপিএমের রাজ্য মুখপত্রের দায়িত্ব শমীকের হাতে গেলে তাঁর পরিবর্তে দক্ষিণ ২৪ পরগনার সিপিএম জেলা সম্পাদক হতে পারেন রাহুল ভট্টাচার্য। দলীয় সূত্র মারফত এমনই জানা যাচ্ছে।

উল্লেখ্য, গণশক্তির দেখাশোনার জন্য এখন তিনজনের একটি টিম কাজ করে। সেই তিনজন হলেন শমীক লাহিড়ী, কল্লোল মজুমদার ও পলাশ দাশ। দলীয় সূত্রে খবর, গণশক্তির সম্পাদক হিসাবে নতুন নামের ক্ষেত্রে লড়াই চলছে শমীক ও পলাশের। সেক্ষেত্রে কিছুটা এগিয়ে রয়েছেন শমীক।

কারণ, উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী পুরোপুরি সুস্থ নন, ফলে জেলায় দল পরিচালনায় একটা বড় সময় ব্যয় করতে হয় পলাশকে। পাশাপাশি পলাশকেই পরবর্তীতে উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও চর্চা চলছে লাল পার্টির অন্দরমহলে। তাছাড়া, শমীক লাহিড়ী ইতিমধ্যেই তিনটি পদে রয়েছেন। রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা সম্পাদক। ফলে একটি পদ থেকে তাঁকে সরতে হত। এই সমীকরণগুলি এবং সঙ্গে দলের অভ্যন্তরীণ আরও অন্যান্য সমীকরণে আপাতত এগিয়ে রাখছে সিপিআইএমের এই প্রাক্তন সাংসদকে।