Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Scam: কলকাতার অভিজাত কফিশপে বসেই চলত চাকরি বিক্রির ডিল, ফুটেজ তলব ইডি-র

Shantanu Banerjee: ইডি সূত্রে খবর, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতেই তাঁরা জানতে পেরেছেন শহর কলকাতার তিনটি অভিজাত হোটেলের কফিশপে শান্তুনু, কুন্তল, তাপস মণ্ডলরা বিভিন্ন সময় বৈঠক করেছেন।

SSC Scam: কলকাতার অভিজাত কফিশপে বসেই চলত চাকরি বিক্রির ডিল, ফুটেজ তলব ইডি-র
কুন্তল ও শান্তনু
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2023 | 1:49 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ (Kuntal ghosh) ও শান্তনু বন্দ্যোপাধ্যায় (Santanu Banerjee)। সূ্ত্রের খবর, উভয়কে জেরা করে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আর এবার শহর কলকাতার তিন অভিজাত হোটেলের কফিশপের ফুটেজ চেয়ে পাঠাল ইডি। অর্থাৎ এই তিন কফিশপ নিয়েও চলছে আলোচনা।

ইডি সূত্রে খবর, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতেই তাঁরা জানতে পেরেছেন শহর কলকাতার তিনটি অভিজাত হোটেলের কফিশপে শান্তুনু, কুন্তল, তাপস মণ্ডলরা বিভিন্ন সময় বৈঠক করেছেন। শান্তনুর বয়ানের উপর ভিত্তি করে এই তিনটি হোটেলের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে। ইডি গোয়েন্দারা যাচাই করে দেখতে চাইছেন শান্তনুর বয়ানের সত্যতা কতটা। এমনকী এও দেখা হচ্ছে, শান্তনু, কুন্তল ছাড়া আর কারা উপস্তিত থাকতেন ওই বৈঠকে।

তদন্তকারীরা জানতে পেরেছেন, এই কফিশপে বসেই নিয়োগ দুর্নীতির বৈঠক হত। কোন-কোন চাকরি প্রার্থীদের কাছ থেকে কত টাকা নেওয়া হবে। তা সমস্ত কিছুই ঠিক করা হত এই বৈঠকে। উল্লেখ্য, গতকাল নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার এই দুই নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় তৃণমূল। তাঁদেরকে বহিষ্কার করা হয় দল থেকে। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এই দুই নেতাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান শশী পাঁজা ও ব্রাত্য বসু।

গতকাল সাংবাদিক বৈঠকে শশী পাঁজা বলেন, “নিয়োগ দুর্নীতির সঙ্গে বহু রাজনৈতিক দল জড়িত। বহু নেতা বিধানসভায় প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তোমায় জেলে ভরে দেব। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কোনও দুর্নীতি সহ্য করে না। আমরা সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কুন্তল ও শান্তনুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”