MCX প্রতারণা মামলায় কলকাতা-সহ দেশের ৮ জায়গায় তল্লাশি ED-র, বাজেয়াপ্ত ৪.৬৫ কোটি টাকা

ED Raid : সিকিম পুলিশ FIR দায়েরের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর্থিক প্রতারণা মামলার তদন্তে নামে। আজ তারা দিল্লি, মুম্বই, কলকাতা ও সিকিমের আটটি জায়গায় তল্লাশি চালায়।

MCX প্রতারণা মামলায় কলকাতা-সহ দেশের ৮ জায়গায় তল্লাশি ED-র, বাজেয়াপ্ত ৪.৬৫ কোটি টাকা
ফোটো সৌজন্য-গুগল
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2022 | 8:50 PM

কলকাতা ও দিল্লি : বেআইনিভাবে আয়করে ছাড়ের সুবিধা নেওয়া ও স্ট্যাম্প ডিউটি ফাঁকি দিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ। তদন্তে নেমে দেশের চারটি শহরের আটটি জায়গায় আজ তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ওই চারটি শহরের মধ্যে রয়েছে কলকাতা। এ ছাড়া সিকিম, দিল্লি ও মুম্বইতেও আজ তল্লাশি চালান ইডি আধিকারিকরা। সিকিমে লিমিটেড লায়াবিলিটি পার্টনার্সের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৪ কোটি ৬৫ লক্ষ টাকা। সিকিমের এমসিএক্স প্রতারণা মামলার তদন্তে নেমে এই তল্লাশি অভিযান চালায় ইডি।

সিকিমের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) প্রতারণা

সিকিমের নাগরিকদের জন্য বিশেষ কর ব্যবস্থা চালু রয়েছে। স্ট্যাম্প ডিউটিতে ছাড় পান তাঁরা। সেই সুবিধাকে কাজে লাগিয়ে বাইরের রাজ্য থেকে শেয়ার ব্যবসা চালিয়ে কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে। সিকিমের গ্যাংটকের এক ব্যক্তি এই নিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে গত ১৭ মে সিকিম ভিজিল্যান্স পুলিশ থানায় একটি FIR দায়ের হয়।

FIR-এ বলা হয়, কয়েকটি লিমিটেড লায়াবিলিটি পার্টনার্স কোম্পানি, ব্রোকাররা সিকিমের নাগরিক পরিচয়ে কিংবা সিকিমের ঠিকানা দিয়ে শেয়ার ব্যবসা চালাচ্ছে। আর এর মাধ্যমে শুধুমাত্র সিকিমের নাগরিকদের জন্য যে ছাড়, তার সুবিধা নিচ্ছে ওই অসাধু কোম্পানিগুলি এবং ব্রোকাররা।

সিকিম পুলিশ FIR দায়েরের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর্থিক প্রতারণা মামলার তদন্তে নামে। আজ তারা দিল্লি, মুম্বই, কলকাতা ও সিকিমের আটটি জায়গায় তল্লাশি চালায়। একাধিক ব্রোকারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। সবমিলিয়ে ৪ কোটি ৬৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা।