Coal Scam: মাফিয়াদের সঙ্গে আঁতাত? কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার ECL-এর বর্তমান জিএম সহ ৭ কর্তা
ECL : কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় ওই সাত জনের থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। সেই কারণেই ওই সাত জনকে গ্রেফতার করা হয়েছে।
কলকাতা : কয়লা পাচার কাণ্ডের তদন্তে বড় সাফল্য সিবিআইয়ের। গ্রেফতার করা হয়েছে ইসিএল-এর বর্তমান ও প্রাক্তন সাত কর্তাকে। ধৃতদের মধ্যে রয়েছেন ইসিএল-এর বর্তমান জিএম এবং আরও তিনজন প্রাক্তন জিএম। কয়লা মাফিয়াদের সঙ্গে আঁতাতের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। বুধবার সকাল ১১ টা থেকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল ইসিএল-এর বর্তমান ও প্রাক্তন সহ সাত কর্তাকে। সেখানে সিবিআই আধিকারিকদের চোখা চোখা প্রশ্নের সম্মুখীন হন ইসিএল কর্তারা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় ওই সাত জনের থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। সেই কারণেই ওই সাত জনকে গ্রেফতার করা হয়েছে।
ইসিএল-এর যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে তাঁরা হলেন –
ইসিএল-এর বর্তমান জিএম এস সি মিত্র ইসিএল-এর প্রাক্তন জিএম সুশান্ত বন্দ্যোপাধ্যায় ইসিএল-এর প্রাক্তন জিএম অভিজিৎ মল্লিক ইসিএল-এর প্রাক্তন জিএম তন্ময় দাস ইসিএল-এর সিকিউরিটি ম্যানেজার মুকেশ কুমার ইসিএল-এর সিকিউরিটি ইনস্পেক্টর রিঙ্কু বেহরা ইসিএল-এর অপর সিকিউরিটি ইনস্পেক্টর দেবাশিস মুখোপাধ্যায়
এদের মধ্যে তন্ময় দাস এবং দেবাশিস মুখোপাধ্যায়ের নাম আগেই সিবিআই-এর এফআইআর-এ ছিল। বুধবার সাতজনকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল। এদের প্রত্যেকেরই অফিসে ও বাড়িতে আগে তল্লাশি চালানো হয়েছিল। আগামিকাল তাদের আসানসোল আদালতে পেশ করা হবে এবং তারপর তদন্তের জন্য পরবর্তী পদক্ষেপ করা হবে বলে সিবিআই সূত্রে খবর। উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বর মাসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কয়লা পাচার কাণ্ডে তদন্ত শুরু করেছিল।
এই বিষয়ে বিজেপি নেতা রাহুল সিনহা জানিয়েছেন, “এখন সিবিআই রিল গোটাতে শুরু করেছে। একটি বিশাল চক্র কয়লা মাফিয়া এবং ইসিএল-এর মধ্যে গড়ে উঠেছে। এটি বাইরে থেকে কন্ট্রোল করা হত। সেই কন্ট্রোলাররাও নিশানায় রয়েছেন। মাফিয়াদের মধ্যে এক-দুই জন পালিয়ে গেলেও আরও মাফিয়ারা লেন্সের মধ্যে আছে। এই গ্রেফতারি থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে। আমি মনে করি এই জাল আস্তে আস্তে আরও উপরের দিকে যাবে এবং মূল পাণ্ডাদের নাম বেরিয়ে আসবে।”