Teenager dies : মায়ের সঙ্গে বচসার পর পুকুরে স্নান করতে নেমেছিল কিশোর, কিছুক্ষণ পর পাড়ায় হইচই

Teenager dies : নিউটাউন থানার পুলিশ ডুবুরি ডাকে। ডুবুরি কিশোরের মৃতদেহ উদ্ধার করে।

Teenager dies : মায়ের সঙ্গে বচসার পর পুকুরে স্নান করতে নেমেছিল কিশোর, কিছুক্ষণ পর পাড়ায় হইচই
কান্নায় ভেঙে পড়েছেন মৃত কিশোরের মা
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2022 | 11:56 PM

নিউটাউন : সকালে মায়ের সঙ্গে মোবাইল ঘাঁটা নিয়ে বচসা হয়েছিল। মোবাইল কেড়ে নিয়েছিলেন মা। তারপর তিনি কাজে চলে যান। দুপুরে এল দুঃসংবাদ। বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে নেমে মৃত্যু হল কিশোরের। মৃতের নাম কুশল মণ্ডল (১৬)। ঘটনাটি নিউটাউন থানা এলাকায়। বন্ধুদের বক্তব্য, জুতো ধুতে গিয়ে মৃগীতে আক্রান্ত হয়ে জলে পড়ে গিয়েছিল কুশল। মৃতদেহ উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ।

কুশলরা দুই ভাই, এক বোন। কুশল সবার ছোট। বছর খানেক হল পড়াশোনা ছেড়ে দিয়েছিল সে। বাবা মারা গিয়েছেন। মা পরিচারিকার কাজ করেন। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন কুশলের মা। তিনি বলেন, আজ সকালে মোবাইল ঘাঁটা নিয়ে ছেলের সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল। তিনি মোবাইল কেড়ে রেখে দেন। তারপর পরিচারিকার কাজ করতে চলে যান।

মা কাজে চলে যাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন বন্ধুর সঙ্গে নিউটাউনের সুলংগুড়ি পুলিশ ক্যাম্পের বড় পুকুরে স্নান করতে যায় কুশল। বন্ধুরা বলে, স্নান করার পর তারা পোশাক বদলাচ্ছিল। সেইসময় জুতোতে কাদা লাগায় পুকুরে নেমেছিল কুশল। মৃগীতে আক্রান্ত হয়ে পুকুরে পড়ে যায়। বন্ধুরা দেখতে পেয়ে দৌড়ে আসে। কুশলকে খোঁজাখুঁজি করে। না পেয়ে পাড়ার লোকেদের ডাকে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউটাউন থানার পুলিশ। ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হয়। শেষ পর্যন্ত পুকুর থেকে উদ্ধার হয় কুশলের দেহ। ময়নতদন্তের জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে দেহ পাঠানো হয়েছে। কীভাবে কুশলের মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েন কুশলের মা। প্রতিবেশীরা বলছেন, বাবা নেই। পরিচারিকার কাজ করে তিন ছেলেমেয়েকে মানুষ করেছেন কুশলের মা।