Border Security: বেনাপোলে হঠাৎ বাজির শব্দ, হইহই… সীমান্তে সব ঠিক আছে, জানাল বিএসএফ
Bangladesh: পেট্রাপোল সীমান্তে তৎপর ভারতীয় সেনা। সীমান্তের দু'পারেই দেশে ঢোকার তৎপরতা। হরিদাসপুরে দাঁড়িয়ে সেনাবাহিনীর গাড়ি। দুপুরের পর থেকে পেট্রাপোলে চাপানউতর শুরু হয়। যেহেতু একেবারে সামনে বেনাপোল, বাংলাদেশ সীমান্ত। হঠাৎ সেখানে বাজি ফাটতে থাকে, হইচই শুরু হয়। যদিও পেট্রাপোলের ভারতীয় সেনা বিষয়টি পুরোপুরি নজরে রাখে।
![Border Security: বেনাপোলে হঠাৎ বাজির শব্দ, হইহই... সীমান্তে সব ঠিক আছে, জানাল বিএসএফ Border Security: বেনাপোলে হঠাৎ বাজির শব্দ, হইহই... সীমান্তে সব ঠিক আছে, জানাল বিএসএফ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/08/Large_Image_petrapol-benapol.jpg?w=1280)
কলকাতা: শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরও জ্বলছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তগুলি। উত্তরে চ্যাংড়াবান্ধা, হিলি থেকে দক্ষিণের সন্দেশখালি, সর্বত্র এক ছবি। সীমান্তে হাইঅ্যালার্ট জারি করেছে বিএসএফ।
পেট্রাপোল সীমান্তে তৎপর ভারতীয় সেনা। সীমান্তের দু’পারেই দেশে ঢোকার তৎপরতা। হরিদাসপুরে দাঁড়িয়ে সেনাবাহিনীর গাড়ি। দুপুরের পর থেকে পেট্রাপোলে চাপানউতর শুরু হয়। যেহেতু একেবারে সামনে বেনাপোল, বাংলাদেশ সীমান্ত। হঠাৎ সেখানে বাজি ফাটতে থাকে, হইচই শুরু হয়। যদিও পেট্রাপোলের ভারতীয় সেনা বিষয়টি পুরোপুরি নজরে রাখে। আপাতত পরিস্থিতি একেবারেই স্বাভাবিক।
নদিয়ায় চাপড়া সীমান্তেও কড়া নজরদারি। নিরাপত্তার বেষ্টনিতে মোড়া সীমান্ত। এলাকা একেবারে শুনশান। শুধুই টহলদারি চলছে। বিএসএফের টহল চলছে। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে কড়া পাহাড়ায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। আজ রাতের মধ্যেই ঢুকছে সেনাবাহিনী। পর্যাপ্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে। বাহিনী আরও বাড়ানো হচ্ছে বলে বিএসএফ সূত্রে খবর। সোমবার বিকালে সীমান্তে আসে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তল। অতিরিক্ত পুলিশ সুপার কার্তিকচন্দ্র মণ্ডল, ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।
ফুলবাড়ি সীমান্তের ঠিক ওপারে বাংলাদেশের গেটে বিক্ষোভ। আগুন জ্বালানো হয়। ভারতের অংশে সীমান্তে নিরাপত্তারক্ষীরা কড়া নজরদারি চালাচ্ছে। বাংলাদেশে অশান্তির জেরে বাড়তি সতর্কতা মালদহের মহদিপুর আন্তঃর্জাতিক সীমান্তে। বিএসএফ এবং পুলিশের নজরদারি বেড়েছে সীমান্তে। চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে বেশ কিছুটা দূরে নিউ চ্যাংড়াবান্ধায় এসে পৌঁছেছে সেনার তিনটি গাড়ি। সেনা জওয়ানরা রয়েছেন নিউ চ্যাংড়াবান্ধায়। সূত্রের খবর, বাংলাদেশের ভূখন্ডে হিলির একেবারে ওপারেই দু’টি বাড়ি ভাঙচুর করে আগুন লাগানো হয়েছে। সীমান্তে শেখ মুজিবুর রহমানের ছবি পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)