‘নাসার সঙ্গেও যোগাযোগ রয়েছে’! মিথ্যা পরিচয় ভাঙিয়ে ৪৪ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার যুবতী
Fraud: পুলিশ সূত্রে খবর, হরিয়ানার বাসিন্দা নরেন্দ্র সিং নামে এক ব্যক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় মধুমিতা সাহার।
কলকাতা: ভুয়ো ডাক্তার, পুলিশ কিংবা ভুয়ো সিবিআই আধিকারিক-সরকারি আমলা সেজে লোক ঠকানোর অভিযোগ ইদানিং নিয়মিত শিরোনামে উঠে আসছে। এবার সেই তালিকায় যুক্ত হল ‘নাসার এজেন্ট’। অভিযোগ, এয়ারপোর্ট এলাকার এক যুবতী নিজেকে ইউএস অ্যাটোমিক মেটাল রিসার্চ ইউনিট (AMRU)-এর সিইও পরিচয় দিয়ে প্রতারণা করেন। বৃহস্পতিবার রাতে মধুমিতা সাহা নামে ওই যুবতীকে গ্রেফতার করে নারায়ণপুর থানার পুলিশ। ৪৪ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় আরও তিনজনের নামে অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে খবর, হরিয়ানার বাসিন্দা নরেন্দ্র সিং নামে এক ব্যক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় মধুমিতা সাহার। মধুমিতা নিজেকে ইউএস অ্যাটোমিক মেটাল রিসার্চ ইউনিটের সিইও পরিচয় দেন। তাঁদের কাছ থেকে নাসাও সুপার অ্যান্টিক মেটাল কেনে বলে দাবি করেন তিনি বলে অভিযোগ। নরেন্দ্র সিংকে মধুমিতা জানান, খুবই কম খরচে এই অ্যান্টিক মেটাল তিনি পাইয়ে দিতে পারবেন। পুলিশকে এমনটাই জানিয়েছেন অভিযোগকারী।
অভিযোগ, এই প্রলোভনের ফাঁদে ফেলেই নরেন্দ্র সিংয়ের কাছ থেকে দফায় দফায় কয়েক লক্ষ টাকা নেন কলকাতার ওই যুবতী। নারায়ণপুর থানা এলাকার ডিরোজিও কলেজে এই টাকা লেনদেন হয় বলে অভিযোগ। এদিকে কথা অনুযায়ী, কোনও জিনিসই ওই ব্যক্তি পাননি। এদিকে বার বার মধুমিতার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হন। মোবাইল ফোনটি বন্ধ করা ছিল বলে অভিযোগ।
এরপরই পুলিশের দ্বারস্থ হন অভিযোগকারী ব্যক্তি। নারায়ণপুর থানায় মধুমিতা সাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার রাতে এয়ারপোর্ট এলাকা থেকে মধুমিতা সাহাকে গ্রেফতারও করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে নগদ ২২,০০০ টাকা উদ্ধার হয়। একই সঙ্গে বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা-সহ একাধিক ধারায় মধুমিতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবারই ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। সূত্রের খবর, পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় এজলাসে। ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় অপর তিন অভিযুক্ত যশরাজ রাঠৌর, রেহান আহমেদ কুরেশি, আবির পালকে খুঁজছে পুলিশ। আরও পড়ুন: প্রাথমিকের নিয়োগ নিয়ে ফের জট! মামলা দায়ের কলকাতা হাইকোর্টে