কৃষক-স্বার্থে ভারত বনধে নৈতিক সমর্থন তৃণমূলের

"ধর্মঘটে আমাদের নৈতিক সমর্থন রয়েছে। রাস্তায় নেমে আমরা কোনও বিরোধিতা করব না। তবে আমরা রাস্তায় নেমে ধর্মঘটও করব না।"

কৃষক-স্বার্থে ভারত বনধে নৈতিক সমর্থন তৃণমূলের
Follow Us:
| Updated on: Dec 05, 2020 | 5:25 PM

কলকাতা: কেন্দ্রের কৃষক স্বার্থ ‘বিরোধী’ নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে দেশজুড়ে চলছে আন্দোলন। আগামী মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। সেই বনধে নৈতিক সমর্থনের কথা জানাল তৃণমূল। শনিবার কলকাতায় এসেছিলেন এই আন্দোলনের অন্যতম শরিক শিরোমণি অকালি দলের প্রতিনিধি প্রাক্তন সাংসদ প্রেম সিং চান্দুমাজরা। তপসিয়ার তৃণমূল ভবনে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁকে পাশে বসিয়েই এদিন বলেন, “ধর্মঘটে আমাদের নৈতিক সমর্থন রয়েছে। রাস্তায় নেমে আমরা কোনও বিরোধিতা করব না। তবে আমরা রাস্তায় নেমে ধর্মঘটও করব না।”

আরও পড়ুন: সত্যজিৎ হত্যাকাণ্ডের চার্জশিটে নাম ‘চক্রান্ত’: মুকুল

বহুদিন পর বনধে নৈতিক সমর্থন জানাল তৃণমূল। আগামী মঙ্গলবার ৮ ডিসেম্বর দেশজুড়ে বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। তারা চায়, গোটা দেশের কৃষক সমাজ ঐক্যবদ্ধ হয়ে এই কৃষক আন্দোলনে সামিল হোক। শনিবার সে বার্তা নিয়েই পঞ্জাব থেকে কলকাতায় আসেন আন্দোলনের অন্যতম শরিক শিরোমণি অকালি দলের প্রতিনিধি প্রেম সিং। তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন তিনি।

শুক্রবারই তৃণমূলের তরফে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান দিল্লিতে যান আন্দোলনকারী কৃষকদের সঙ্গে দেখা করতে। সেখানে ফোনে কৃষকদের পাশে থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কলকাতা থেকে মমতা হুঁশিয়ারি দিয়েছেন, কৃষকদের স্বার্থে বড়সড় আন্দোলনে নামবে তাঁর দল। এবার কৃষক সংগঠনগুলির বনধকে নৈতিক সমর্থন জানাল তৃণমূল।

আরও পড়ুন: বিজেপির মিছিলে গুলি, রণক্ষেত্র আসানসোল

সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা রাস্তায় বনধ করতে নামছি না। তবে কেন্দ্র সরকারের জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে আমরা আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছি। মুখ্যমন্ত্রী পাশে থাকার কথা বলেছেন। নৈতিক সমর্থন আর রাস্তায় নেমে বনধ এক জিনিস নয়।”