Panchayat Election 2023: উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ? এগিয়ে কে? কোন কোন জেলায় পড়ল সবথেকে বেশি ভোট?

Panchayat Election 2023: শনিবার বিকাল ৫টার পরিসংখ্য়ান বলছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে গড়ে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। এর মধ্যে আলিপুরদুয়ারে ৬৩.১১ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৬১.৯৩ শতাংশ, কোচবিহারে ৬৩.৮৪ শতাংশ ভোট পড়েছে।

Panchayat Election 2023: উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ? এগিয়ে কে? কোন কোন জেলায় পড়ল সবথেকে বেশি ভোট?
গ্রাফিক্স- অভীক দেবনাথImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2023 | 8:53 PM

কলকাতা: কোথাও দেদার ছাপ্পা, কোথাও ব্যালট নিয়ে দৌড়, কোথাও লাগাতার সংঘর্ষ, একের পর এক মৃত্যু, কমিশনে জমা পড়েছে অভিযোগের এভারেস্ট। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দিন সকাল থেকে এই ছবিই দেখতে পাওয়া গেল গোটা বাংলায়। কোথাও পুকুরে ভাসল ব্যালট বাক্স, কোথাও আবার দাউদাউ করে জ্বলল জনমত। হিংসা কবলিত বাংলায় বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬৬.২৮ শতাংশ। এমনই বলছে নির্বাচন কমিশনের তথ্য। 

শনিবার বিকাল ৫টার পরিসংখ্য়ান বলছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে গড়ে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। এর মধ্যে আলিপুরদুয়ারে ৬৩.১১ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৬১.৯৩ শতাংশ, কোচবিহারে  ৬৩.৮৪ শতাংশ, জলপাইগুড়িতে ৬২.২৪ শতাংশ, উত্তর দিনাজপুরে ৫৬.৮৭ শতাংশ, মালদহে ৬৩.৪৪ শতাংশ, কালিম্পংয়ে ৫৬.৪৯ শতাংশ ভোট পড়েছে।

অন্যদিকে ভোটের হারে পিছিয়ে নেই দক্ষিণবঙ্গও। সবথেকে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে। এদিন বিকাল ৫টা পর্যন্ত মুর্শিদাবাদে ৬৫.৯৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৭৯.১৫ শতাংশ, পুরুলিয়ায় ৫৯.৮৫ শতাংশ, বাঁকুড়ায় ৫৯.৮৩ শতাংশ, বীরভূম ৬৮.৮৮ শতাংশ, ঝাড়গ্রাম ৬৪.২৬ শতাংশ, হুগলিতে ৬৫.৪৩ শতাংশ, হাওড়ায় ৬৭.৫৮ শতাংশ, উত্তর চব্বিশ পরগনায় ৬৭.৮৮ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৬৫.৮৫ শতাংশ, নদিয়ায় ৬৮.৭২ শতাংশ, দক্ষিণ চব্বিশ পরগনায় ৬৫.৪০ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৬৭.২৩ শতাংশ, পূব বর্ধমানে ৬৮.৯০ শতাংশ  ভোট পড়েছে।