Bangla NewsKolkata Fire at kolkata at early morning of saturday in a bakery
Fire at Kolkata: ভোর রাতে ভয়াবহ আগুন শহরে, বড়দিনের আগে পুড়ে ছাই বেকারি
Fire at Kolkata: রাতে বড়বাজারের কাপড়ের দোকানে আগুন লাগে, আর তারপরই ভোর রাতে অগ্নিকাণ্ড চারু মার্কেটে।
Follow Us:
রাতের পর সকালেও ফের ভয়াবহ আগুন কলকাতা শহরে। শনিবার ভোরে আগুন লাগে চারু মার্কেটের বন্ধ বেকারিতে। স্থানীয় বাসিন্দারা আচমকা দেখতে পান দাউ দাউ করে জ্বলছে আগুন। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে।
আশপাশে ঘিঞ্জি এলাকা এবং গোডাউন থাকায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় বাসিন্দারাই দমকলে খবর দিয়েছিলেন, তারপরই একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার সময় ভিতরে কেউ ছিলেন না বলে জানা গিয়েছে।
বেকারির অবস্থা দেখেই বোঝা যাচ্ছে, সবকিছুই ঝলসে গিয়েছে। জানা যাচ্ছে, কারখানা গত ২ বছর ধরে বন্ধ ছিল। তারপরও কীভাবে আগুন লাগল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শুক্রবার রাতেই আগুন লাগে কলকাতার বড় বাজারে একটি কাপড়ের দোকানে আগুন। বড়বাজারের রাধামাধব মন্দিরের তিন তলায় এই আগুন লাগে।
ওই কাপড়ের দোকানে প্রথমে এসি মেশিন থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। তারপরেই ওই দোকানের মধ্যে থেকে হু হু করে ধোঁয়া বের হতে থাকে। ঘটনাস্থলে যায় দমকলের চারটি ইঞ্জিন।