Cyclone Sitrang: চোখ রাঙাচ্ছে সিত্রাং, ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের উপকূলবর্তী পুরসভাগুলিকে নিয়ে বৈঠকে ফিরহাদ

Cyclone Sitrang: তবে হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যে সিত্রাং বিধ্বংসী রূপ নিলেও বাংলায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম থাকছে। কারণে স্থলভাগে আছড়ে পড়ার আগে সিত্রাং বাঁক নিতে পারে বাংলাদেশের দিকে।

Cyclone Sitrang: চোখ রাঙাচ্ছে সিত্রাং, ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের উপকূলবর্তী পুরসভাগুলিকে নিয়ে বৈঠকে ফিরহাদ
সাইক্লোন নিয়ে বৈঠক ফিরহাদের
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2022 | 9:53 PM

কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang)। কালীপুজোয় (Kali Puja) দুর্যোগের আশঙ্কা বাংলায়। সোমবার ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিলোমিটার বেগে, মঙ্গলবার ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলার ৩ উপকূলবর্তী জেলায়। সিত্রাংয়ের কোপে ক্ষয়ক্ষতি এড়াতে এখন থেকেই কোমড় বেঁধে মাঠে নেমে পড়েছে প্রশাসন। এর আগে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) দুর্যোগ নিয়ে ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। মমতার নির্দেশ পেয়ে মাঠে নেমে পড়লেন ফিরহাদ। ইতিমধ্যেই কলকাতা পুরসভায় সবকটি বিভাগের কর্তা এবং আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও করে ফেলেছেন তিনি। এবার বৈঠক করলেন রাজ্যের উপকূলবর্তী পুরসভা গুলিকে নিয়ে। 

কলকাতা পুরসভার শুক্রবারের বৈঠকে শহরের বিপজ্জনক বাড়িগুলিকে ফাঁকা করে বাসিন্দাদের কমিউনিটি হলে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এ বিষয়েও নির্দেশও পৌঁছে গিয়েছে পুরনিগমের আধিকারিকদের কাছে। তবে রাজ্যের উপকূলবর্তী পুরসভাগুলিকে নিয়ে যে বৈঠক হয়েছে তা ভার্চুয়ালিই হয়েছে। বৈঠকে ডায়মন্ড হারবার, টাকি, জয়নগর, বারুইপুর, বসিরহাট, হলদিয়া, তমলুক সহ যে এলাকাগুলির উপর সিত্রাংয়ের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এদিনের বৈঠকে সেই সমস্ত পুরসভার আধিকারিকরাই ছিলেন। ছিলেন পুরসভাগুলির চেয়ারম্যানেরা। ক্ষয়ক্ষতি রুখতে এখন দেওয়া হয়েছে একাধিক নির্দেশ।  

তবে হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যে সিত্রাং বিধ্বংসী রূপ নিলেও বাংলায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম থাকছে। কারণে স্থলভাগে আছড়ে পড়ার আগে সিত্রাং বাঁক নিতে পারে বাংলাদেশের দিকে। তবে বাংলাদেশে গেলেও তার প্রভাব পড়বে এবার বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে। সবথেকে বেশি প্রভাব পড়তে পারে সুন্দরবনে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর, এই ৩ জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা থাকছে।