Firhad Hakim: চাঁদে দাগ থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ে নয়: ফিরহাদ

Firhad Hakim: এদিন কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধতে শোনা যায় তাঁকে। অনুরাগ ঠাকুরের বক্তব্য, দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, এই সরকার তাদের নিরাপদ আশ্রয়। শুধু তাই নয়, অনুরাগ প্রশ্ন তোলেন, মন্ত্রী-বিধায়ক-সাংসদদের উপর মমতার নিয়ন্ত্রণ আছে? তাঁর দলের লোকেরা কি তাঁর কথা শোনেন?

Firhad Hakim: চাঁদে দাগ থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ে নয়: ফিরহাদ
মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2024 | 5:42 PM

কলকাতা: চাঁদে দাগ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কোনও দাগ নেই, দাবি ফিরহাদ হাকিমের। শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের মুখে ফিরহাদ হাকিম বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতার প্রতীক। চাঁদে দাগ থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দাগ নেই। সারা জীবনটা সাধুর থেকে বেশি পরিষ্কার। সারা জীবন মানুষের জন্য় দিয়েছেন। মানুষের জন্য কাজ করেছেন। আমি অন্যায় করলে তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। আমাদের কলঙ্কিত করা হচ্ছে।”

প্রসঙ্গত, এদিন কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধতে শোনা যায় তাঁকে। অনুরাগ ঠাকুরের বক্তব্য, দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, এই সরকার তাদের নিরাপদ আশ্রয়। শুধু তাই নয়, অনুরাগ প্রশ্ন তোলেন, মন্ত্রী-বিধায়ক-সাংসদদের উপর মমতার নিয়ন্ত্রণ আছে? তাঁর দলের লোকেরা কি তাঁর কথা শোনেন?

এ নিয়েই এদিন প্রশ্ন করা হয়েছিল ফিরহাদ হাকিমকে। তারই উত্তরে চাঁদ প্রসঙ্গ তুলে আনেন তিনি। একইসঙ্গে ফিরহাদ বলেন, “বাংলার মানুষ চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি ছিলেন, আছেন থাকবেন। অনুরাগ ঠাকুররা তাঁকে সরাতে পারবেন না। আইন শৃঙ্খলায় বাংলাই শ্রেষ্ঠ।” এই প্রথমবার নয়, এর আগেও ফিরহাদ হাকিম বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে রামকৃষ্ণ ও বিবেকানন্দের থেকেও উপরে। বলতে শোনা গিয়েছিলেন, মমতা তাঁর কাছে বাস্তবের ‘সান্তা ক্লজ’।