জল যন্ত্রণা দূর করতে ১ বছর সময় চান ফিরহাদ, হিডকোর দায়িত্ব নিয়েই বড় ঘোষণা

ফিরহাদ জানিয়েছেন, নিউটাউনে একটি গ্রিন সিটি ও একটি খেল সিটি তৈরিরও পরিকল্পনা রয়েছে হিডকোর।

জল যন্ত্রণা দূর করতে ১ বছর সময় চান ফিরহাদ, হিডকোর দায়িত্ব নিয়েই বড় ঘোষণা
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2021 | 7:37 PM

কলকাতা: হিডকোর চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে শুক্রবারই বড় ঘোষণা করে দিলেন ফিরহাদ হাকিম। তিনি জানান, এ বার শহরের বাইরেও উপনগরী তৈরি করা শুরু করবে হিডকো। আর সেই তালিকায় সবার উপরে রয়েছে বীরভূম। ববি জানিয়েছেন, শান্তিনিকেতনে ‘গীতবিতান’ নামের একটি উপনগরী তৈরি করতে চলেছে রাজ্য সরকারের আবাসন দফতরের তালিকায় থাকা এই সংস্থা। এ বাদেও একাধিক প্রকল্প আগামী সময় নিউটাউন এলাকায় গড়ে তোলা হবে তিনি জানান।

ফিরহাদ জানিয়েছেন, নিউটাউনে একটি গ্রিন সিটি ও একটি খেল সিটি তৈরিরও পরিকল্পনা রয়েছে হিডকোর। একই সঙ্গে তিনি একটি নতুন ওয়েবসাইটের উদ্বোধন করেছেন। সেখানে নিউটাউনের যাবতীয় তথ্য পাওয়া যাবে বলে উল্লেখ করেন ফিরহাদ। এর পাশাপাশি কলকাতা শহরের জমা জল নিয়েও আসার বাণী শোনান তিনি। কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক জানিয়েছেন, শহরের জল যন্ত্রণা মিটতে আরও বছরখানেক সময় লাগবে।

ফিরহাদের কথায়, “আর একটা বছর লাগবে। এক বছর পর বেহালায় জলের সমস্যা আর থাকবে না। টালিগঞ্জ এলাকায় মেট্রোর কাজ চলছে। সেই কারণে কিছুটা সময় সমস্যা হচ্ছে। ব্যারিকেডগুলো সরিয়ে দিলে আর সমস্যা হবে না। আর খিদিরপুর এলাকায় জল জমার রোগ আজকের নয়। ১০০ বছর ধরে জল জমে। সেই জন্য আমরা পাম্পিং স্টেশন করেছি। পরের বছর আর জল জমবে না। আলিপুর বডিগার্ড লাইনেও এখানে আর জল জমবে না।” আরও পড়ুন: মুখোমুখি দুই ‘ব্রত’! নেতা-অভিনেতা বৈঠকে বাড়ছে জল্পনা