Recruitment Case in High Court: খাদ্য দফতরে নিয়োগে দুর্নীতি, স্বজনপোষণ? স্যাটেই মামলা ফেরাল হাইকোর্ট

Calcutta High Court: শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, নিয়োগ নিয়ে অভিযোগ রয়েছে অন্যান্য দফতরের চাকরি প্রার্থীদেরও। সেই মামলাই আবার ফিরছে স্যাটে।

Recruitment Case in High Court: খাদ্য দফতরে নিয়োগে দুর্নীতি, স্বজনপোষণ? স্যাটেই মামলা ফেরাল হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2022 | 5:20 PM

কলকাতা : শুধু এসএসসি বা প্রাথমিক নয়, নিয়োগ নিয়ে মামলা হয়েছে অনেক ক্ষেত্রেই। খাদ্য দফতরে নিয়োগ নিয়ে দুর্নীতির যে অভিযোগ উঠেছে সেই সংক্রান্ত মামলা আবারও ফেরানো হল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে। কলকাতা হাইকোর্টে এই মামলা চলছিল। মঙ্গলবার হাইকোর্টের ডিভিশব বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, নিয়োগে দুর্নীতি বা স্বজনপোষণ হয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে স্যাট-কেই। বিচারপতি হরিশ ট্যান্ডন ও  বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে এই মামলা চলছিল।

খাদ্য দফতরের চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ নিয়েই মূলত অভিযোগ উঠেছে। ২০১০ সালে এই অভিযোগ জানিয়েছিলেন চাকরি প্রার্থীরা। ওই বছর ৬৫০ জন কর্মীর নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ সামনে আসে। স্যাটে একটি মামলা হয়। ২০১২ সালে স্যাটের তরফে জানিয়ে দেওয়া হয় কোনও সমস্য়া নেই। এরপর মামলাকারীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, স্যাটকেই দুর্নীতির তদন্ত করতে হবে। ফের মামলা স্যাটে ফেরার পর গত বছর স্যাটের তরফে জানানো হয়, নিয়োগের আগের তালিকা বাতিল করতে হবে। নতুন তালিকা তৈরির নির্দেশ দেয় স্যাট। এরপর আবারও মামলা হয় হাইকোর্টে। মঙ্গলবার সেই মামলায় নির্দেশ দেওয়া হয়েছে, স্যাটকেই তদন্ত করে জানাতে হবে দুর্নীতি হয়েছে কি না।

শুধু চতুর্থ শ্রেণির কর্মীই নয়, এর আগে খাদ্য দফতরের ইন্সপেক্টর নিয়েও একটি মামলা হয়েছে হাইকোর্টে। সেই মামলাও চলছে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। ফুড ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রেও বেনিয়মের অভিযোগ উঠেছিল। স্যাট ওই মামলা শুনে পুরনো প্য়ানেল বাতিল করার নির্দেশ দেয়। আর প্যানেল বাতিল হওয়ায়  ১০০ জনের চাকরি চলে যায়। স্যাটের সেই রায়কে চ্য়ালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছে। খাদ্য দফতরের একাধিক পদে নিয়োগের ক্ষেত্রেই অস্বচ্ছতার অভিযোগ সামনে এসেছে।