কিডনি দিলেন বাবা, বাঁচলেন ছেলে, প্রথমবার সফল প্রতিস্থাপন এনআরএস হাসপাতালে

মঙ্গলবার হাসপাতালের ১২ সদস্যের একটি দল এই কিডনি প্রতিস্থাপন করেন। এক বাবার কিডনি প্রতিস্থাপন করা হয় ছেলের শরীরে।

কিডনি দিলেন বাবা, বাঁচলেন ছেলে, প্রথমবার সফল প্রতিস্থাপন এনআরএস হাসপাতালে
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 13, 2021 | 9:39 PM

কলকাতা: প্রথমবার সফলভাবে কিডনি প্রতিস্থাপন করে শহরের বুকে নতুন নজির গড়ল নীল রতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল। এসএসকেএম-র পর দ্বিতীয় কোনও সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করা হল। এনআরএস সূত্রে খবর, মঙ্গলবার হাসপাতালের ১২ সদস্যের একটি দল এই কিডনি প্রতিস্থাপন করেন। এক বাবার কিডনি প্রতিস্থাপন করা হয় ছেলের শরীরে। বর্তমানে দু’জনেই সুস্থ রয়েছেন বলে খবর হাসপাতাল সূত্রে।

রাজ্যের চিকিৎসা ব্যবস্থার জন্য এই খবর নিঃসন্দেহে অত্যন্ত ইতিবাচক। কারণ প্রতি বছরই কিডনি প্রতিস্থাপনের জন্য অপেক্ষারত অবস্থায় থাকেন অসংখ্য রোগীর পরিবার। যার ফলে এসএসকেএম হাসপাতালের উপর অতিরিক্ত চাপ পড়ছে দীর্ঘ কয়েক বছর ধরেই। কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া অত্যন্ত ব্যায়বহুলও বটে। সেই প্রেক্ষিতে প্রথমবার এনআরএস হাসপাতালের এই নজির রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উৎসাহ দেবে বলেই মনে হচ্ছে। সরকারি হাসপাতালে কম খরচে কিডনি প্রতিস্থাপন করার আরও এক বিকল্পও পাওয়া যাবে এখন থেকে।

হাসপাতাল সূত্রে খবর, কিডনি দাতা ও গ্রহীতা, অর্থাৎ বাবা এবং ২৭ বছরের ছেলে দু’জনেই বর্তমানে স্থিতিশীল রয়েছেন। তাঁদের দু’জনকেই কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এনআরএস হাসপাতালে থাকা কিডনি প্রতিস্থাপনের ইউনিট চালু করার জন্য দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য ভবনে আবেদন জানানো হয়েছিল কর্তৃপক্ষের তরফে। কিন্তু এই ধরনের ইউনিট চালু করতে গেলে যে যে প্রটোকল অনুসরণ করতে হয়, যত ধরনের নিয়ম-কানুনের মধ্যে দিয়ে যেতে হয়, তা শেষ করতেই অনেকটা সময় লেগে গিয়েছিল। যে কারণে দেরিতে হলেও অবশেষে কিডনি প্রতিস্থাপন ইউনিট চালু হয়েছে এনআরএস হাসপাতালে। আরও পড়ুন: ‘তৃণমূলের লোকই খুন করেছে’, মঙ্গলকোট-কাণ্ডে তোপ দিলীপের, ‘দুঃখজনক’, মন্তব্য শুভেন্দুর