Mahua Moitra: মহুয়ার ভোটপ্রচার ব্যাহত করতেই সিবিআই? নির্বাচন কমিশনে চিঠি কৃষ্ণনগরের প্রার্থীর
মহুয়ার প্রশ্ন, নির্বাচন কমিশন কীভাবে ভুলতে পারে যে কেন্দ্রীয় এজেন্সিগুলি কেন্দ্রের অধীনস্থ। ভোট ঘোষণার পর এই এজেন্সিগুলির গতিবিধির উপর কমিশন নজর দিক বলেই আর্জি জানান কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী।
কলকাতা: নির্বাচনী আচরণ বিধি চালু হওয়ার পর কীভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলি কাজ করবে, তার একটা পদ্ধতি ঠিক করে দেওয়ার দাবি তুললেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী তথা এই কেন্দ্রেরই বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র জাতীয় নির্বাচন কমিশনকে এ নিয়ে একটি চিঠি লিখেছেন। মহুয়ার দাবি, সিবিআই যে পদক্ষেপ করছে তা আইনসম্মত নয়। তাঁকে হেনস্থা করতে এবং তাঁর প্রচার কর্মসূচিকে ব্যাহত করতে করা হচ্ছে। মহুয়ার দাবি, মডেল কোড অব কনডাক্ট বলবৎ থাকাকালীন কেন্দ্রীয় এজেন্সিগুলির জন্য শীঘ্র কোনও গাইডলাইন ঠিক করে দেওয়া হোক। প্রয়োজন মনে করলে নির্দেশিকাও জারি করা হোক।
What is happening @ECISVEEP? Humbly request for some superintendance & control over this rogue state. pic.twitter.com/OHjFAUf13L
— Mahua Moitra (@MahuaMoitra) March 24, 2024
শনিবার ২৩ মার্চ মহুয়া মৈত্রের নদিয়ার সাংসদ অফিস ও নির্বাচনী অফিসে হানা দিয়েছিল সিবিআই। দিনভর চলে অভিযান। নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে মহুয়া লেখেন, ‘শনিবারের অভিযান অবৈধ। কোনও সন্দেহই নেই আমার ভোটপ্রচারকে ব্যাহত করতেই সিবিআইয়ের অভিযান। খালি হাতেই ফিরেছে তারা।’ মহুয়ার অভিযোগ, ভোটের মুখে সুশীল সমাজে তাঁর ভাবমূর্তি নিয়ে সন্দেহ তৈরি করতেই এই অভিযান।
মহুয়ার প্রশ্ন, নির্বাচন কমিশন কীভাবে ভুলতে পারে যে কেন্দ্রীয় এজেন্সিগুলি কেন্দ্রের অধীনস্থ। ভোট ঘোষণার পর এই এজেন্সিগুলির গতিবিধির উপর কমিশন নজর দিক বলেই আর্জি জানান কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী।
ঘুষের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগকাণ্ডে গত ১৯ মার্চ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল। এরপরই মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই।এসবের মধ্যেই শনিবার মহুয়ার একাধিক অফিস, করিমপুরের ঠিকানায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী দল।