BJP Leader Death: প্রয়াত বাজপেয়ী ক্যাবিনেটের মন্ত্রী ‘জলুবাবু’, শোকস্তব্ধ রাজনৈতিক মহল
Former Union Minister Passes Away: রাজনৈতিক মহলে জলুদা বলেই অধিক পরিচিত ছিলেন তিনি। রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী।
কলকাতা: প্রয়াত হলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী (Former Union Minister) সত্যব্রত মুখোপাধ্যায় (Satyabrata Mukherjee)। শুক্রবার সকালে কলকাতায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেম তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। রাজনৈতিক মহলে জলুদা বলেই অধিক পরিচিত ছিলেন তিনি। রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী। বাজপেয়ী সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন কৃষ্ণনগরের প্রাক্তন বিজেপি সাংসদ (BJP MP)। এর পাশাপাশি বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্বও সামলেছেন অতীতে। সত্যব্রত মুখোপাধ্যায়ের একমাত্র পুত্র সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বর্তমানে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল।
প্রসঙ্গত, বঙ্গ বিজেপির নদিয়ার সংগঠনকে মজবুত করে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য ছিল। বাম আমলে যখন চারিদিকে লাল নিশানের রমরমা, সেই সময় উত্তর নদিয়ায় বিজেপির সাংগঠনিক শক্তিকে মজবুত করে তুলেছিলেন সত্যব্রত মুখোপাধ্যায়। সেই সময় লড়াই করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। বঙ্গ বিজেপির সাংগঠনিক শক্তি বিস্তারের ক্ষেত্রে সেই সময়টি ছিল এক আলোকোজ্জ্বল অধ্যায়। অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় কেন্দ্রের পেট্রোলিয়াম ও সার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।
সত্যব্রত মুখোপাধ্যায়ের ছেলে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, ‘বাবা ৯১ বছর বয়সে পৌঁছাতেন ২৫ শে বৈশাখ। মা মারা যাওয়ার পর ২০০২ সাল থেকে বালিগঞ্জের বাড়িতে থাকা বন্ধ করে দিয়েছিলেন। আদালতে মামলা বন্ধ করে দিয়েছিলেন, একটি ফ্যাক্ট ভুলে গিয়েছিলেন বলে। তবে যেতেন ও থাকতেন আদালতে। চেম্বারেও বসতেন। করোনার সময় সেই রুটিং-এ ব্রেক আসে। রাজনীতিক হিসাবে বাজপেয়ী ও আডবানীর ঘনিষ্ঠ ছিলেন। প্রচুর সম্মানও ছিল ওনার। মুখ্যমন্ত্রী নিজেই ফোন করেছিলেন।’
I am disheartened about the sad demise of former @BJP4Bengal President Shri Satyabrata Mukherjee. Popularly known as Jolu Babu, he was an MP & Minister in Atal Bihari Vajpayee Govt. Condolences to his family members & friends. May his soul attain eternal peace. Om Shanti ? pic.twitter.com/YoSIloZJrC
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 3, 2023
বর্ষীয়ান বিজেপি নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। শুভেন্দু অধিকারী তাঁর টুইটে প্রয়াত বিজেপি নেতার অবদানের কথাও তুলে ধরেছেন। সত্যব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে বঙ্গ বিজেপিতে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোকবার্তা প্রকাশ করেছেন সত্যব্রতবাবুর প্রয়াণে। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন রাজনীতিক সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু রাজনীতির জগতে এক বড় ক্ষতি। আমি সত্যব্রত মুখোপাধ্যায়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’