Bidhan Nagar: রোগের নাম ‘ওভারটেক’! সাত সকালে শহরে ভয়ঙ্কর দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি
Road Accident: একটি অ্যাপ ক্যাবের সঙ্গে একটি প্রাইভেট গাড়ির রেষারেষির ফলেই এই দুর্ঘটনা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কলকাতা: রাস্তায় নেই স্পিড লিমিটার। সেই সুযোগেই নিয়মিত গতির খেলায় মাতেন বাইক, চার চাকার চালকরা। শুক্রবার সকালে সেই খেলা খেলতে গিয়েই ঘটল বিপত্তি (Road Accident)। ভয়াবহ পথ দু্র্ঘটনা ঘটে গেল নিকো পার্কের (Nicco Park) সামনে। একটি প্রাইভেট গাড়ি উল্টে আহত হলেন পাঁচজন। অভিযোগ, দু’টি গাড়ির রেষারেষি এবং ওভারটেকের লড়াইয়েই এই দুর্ঘটনা। একটি অ্যাপ ক্যাবের সঙ্গে একটি প্রাইভেট গাড়ির রেষারেষির ফলেই এই দুর্ঘটনা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থান পাঁচজনকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুমড়ে মুচড়ে গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি।
কলকাতা পুলিশের আওতায় থাকা চিংড়িঘাটা মোড় পর্যন্ত ইএমবাইপাসে একাধিক স্পিড লিমিটার রয়েছে। তাই চাইলেও কেউ গতির খেলায় মাততে পারে না। কিন্তু চিংড়িঘাটা উড়ালপুল থেকে নেমে সেক্টর ফাইভ বা নিউটাউন যাওয়ার রাস্তায় এই স্পিড লিমিটার অমিল। এই রাস্তাটি আবার বিধাননগর কমিশনারেটের অধীনে। এখানে প্রায় চার কিলোমিটার রাস্তায় স্পিড লিমিটার নেই বলেই অভিযোগ।
এর ফলেই নিয়মিত এই রাস্তা ধরার পরই অধিকাংশ গাড়ি বেপরোয়া হয়ে ওঠে। সেই গতিরই মাশুল শুক্রবারের সকালের এই দুর্ঘটনা। অভিযোগ, দু’টি গাড়ির রেষারেষি এবং ওভারটেক করার চেষ্টাতেই এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। মেট্রো করিডরের কাজ চলায় লোহাপুলের আগে রাস্তার সঙ্কীর্ণ অংশে পাশাপাশি ঘষা লেগে যায় দুরন্ত গতির দুই গাড়ির। এরপরই নিয়ন্ত্রণ হারায় প্রাইভেট গাড়িটি। প্রচন্ড গতিতে ধাক্কা মারে নির্মীয়মাণ মেট্রোর পিলারে। তুবড়ে যাওয়া গাড়িতে চালক ছাড়াও ছিলেন চার জন। পাঁচ জনই আহত হয়েছেন। সামনের ডানদিকের আসনে বসা চালকের আঘাত গুরুতর। সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যেককেই।
সাত সকালে দুর্ঘটনা মধ্যমগ্রামেও
মধ্যমগ্রাম চৌমাথা এলাকায় তৃণমূলের জেলা পার্টি অফিসের সামনে শুক্রবার ভোরের দিকে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের। যশোর রোডের উপর দাঁড়িয়ে থাকা একটি লরির মাল খালি করার সময়, বারাসাত থেকে কলকাতাগামী একটি পোলট্রি মুরগির গাড়ি আচমকাই লরির পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই লরির চালকের মৃত্যু হয় বলে খবর। এই ঘটনার পর থেকেই ঘাতক গাড়ির চালক পলাতক। গাড়ি দু’টিকে মধ্যমগ্রাম থানার পুলিশ নিয়ে যায়। মৃতদেহ ময়না তদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।