Salt Lake Accident: পিছু নিয়েছিল অ্যাপ বাইকের, শেষমেশ যুবককে পিষে দিল চারচাকা
Salt Lake Accident: জানা গিয়েছে, এ দিন ক্যাব বাইক ও চার চাকার বচসা মিটে গেলে বাইক আরোহী বেরিয়ে যান। বাইক নিয়ে খালে ধার ধরে ১২ নম্বর ট্যাঙ্কের দিকে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় ওই চারচাকাটি বাইকটিকে অনুসরণ করে।

সল্টলেক: অ্যাপ বাইকের মুখোমুখি চারচাকা। ঘটনাটি ঘটে সল্টলেকের জিডি আইল্যান্ড থেকে এফই ব্লকে। এরপরই ক্যাব বাইকের চালকের সঙ্গে বচসা চারচাকার। আর তারপরই বাইক চালককে ধাওয়া করার অভিযোগ। পালাতে গিয়ে পিষে মৃত্যু বাইক চালকের।
জানা গিয়েছে, এ দিন ক্যাব বাইক চালক ও চার চাকার চালকের বচসা মিটে গেলে বাইক আরোহী বেরিয়ে যান। বাইক নিয়ে খালে ধার ধরে ১২ নম্বর ট্যাঙ্কের দিকে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় ওই চারচাকাটি বাইকটিকে অনুসরণ করে। বাইক চালক দেখতে পেয়ে বাইকটিকে দ্রুত গতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর রাস্তা খারাপ হওয়ার জন্য বাইক থেকে পড়ে যান। অভিযোগ, পিছনে বাইকটিকে ধাওয়া করা চার চাকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পিষে মেরে দেয় তাঁকে।
এরপরই ঘটনাস্থলে পৌঁছে যান এলাকাবাসী। তাঁরা এসে চার চাকার গাড়ির চালক এফই (FE) ব্লকের বাসিন্দা পিযুস আগরওয়ালকে ঘিরে ধরে মারধর করেন। বাইক আরোহী আইআজ হোসেনকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নীলরতন সরকার মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয় বাইক চালকের।
এই ঘটনার পর গাড়িসহ গাড়ি চালক পীযূষ আগরওয়ালকে গ্রেফতার করে দক্ষিণ বিধান নগর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ১০৬(১) অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে। ধৃতকে বিধাননগর আদালতে পেশ করা হয়েছে।





