Transfer of State Govt officers: দু’দিনে ৭০৪ অফিসারের বদলি, বেনজির সিদ্ধান্ত রাজ্যের
Transfer of State Govt officers: মূলত ডব্লুবিসিএস (এক্সকিউটিভ) স্তরে এই ব্যাপক রদবদল হয়েছে। সোমবার গতকাল ১৫৮ জন অফিসারের বদলির নির্দেশ দেওয়া হয়েছিল, যার মধ্যে ছিলেন আইএএস ও ডব্লিউবিসিএস (এক্সকিউটিভ) পদের অফিসাররা।
কলকাতা: সরকারি অফিসারদের পুজোর ছুটি শুরু হচ্ছে কয়েকদিনের মধ্যেই। তার আগেই এল বদলির নির্দেশ। একসঙ্গে ৭০৪ জন রাজ্য সরকারি অফিসারের বদলির নির্দেশ দিয়েছে নবান্ন। সোমবার ও মঙ্গলবার, পরপর দু দিন এই বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলি দেওয়া হয়েছে। যাঁদের বদলি করা হয়েছে, তাঁদের মধ্যে বিডিও, জেলাশাসক সহ একাধিক পদপর্যাদার আধিকারিকরা রয়েছেন। অতীতে একসঙ্গে এতজন অফিসারের বদলি কখনও হয়েছে কি না, তা মনে করতে পারছেন না কেউই। কার্যত পুজোর আগে রাজ্য সরকার এক বেনজির সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রুটিন বদলি বলেই সূত্রের খবর।
মূলত ডব্লুবিসিএস (এক্সকিউটিভ) স্তরে এই ব্যাপক রদবদল হয়েছে। সোমবার গতকাল ১৫৮ জন অফিসারের বদলির নির্দেশ দেওয়া হয়েছিল, যার মধ্যে ছিলেন আইএএস ও ডব্লিউবিসিএস (এক্সকিউটিভ) পদের অফিসাররা। আর মঙ্গলবার রাতে ফের তিনটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। একটি তালিকায় ৩৬৯, একটি তালিকায় ৬৭ ও আর একটি তালিকায় ১১০ জন অর্থাৎ সবমিলিয়ে মঙ্গলবার মোট ৫৪৬ জন ডব্লিউবিসিএস (এক্সকিউটিভ ) অফিসারের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন বেশির ভাগ বিডিও পদাধিকারী, রয়েছেন জেলা স্তরের আধিকারিকরাও।
প্রশাসনিক মহলের একাংশের মতে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই বদলি করতেই হত। কারণ, বেশিরভাগ অফিসারেরই সংশ্লিষ্ট পদে কার্যকালের মেয়াদ তিন বছর পূর্ণ হয়ে গিয়েছে। ফলে জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে, ভোটের কাজে ব্যবহার করা যেত না এই অফিসারদের। সে কারণেই এই ব্যাপক রদবদল একসঙ্গে করা হল বলেই মনে করা হচ্ছে।
এর আগে জেলা পুলিশেও রদবদল করা হয় রাজ্যের তরফে। ১২টি জেলার জেলাশাসক ছাড়াও জেলা পুলিশ প্রশাসনেও বড়সড় রদবদল হয়েছিল। সে ক্ষেত্রেও তিন বছরের মেয়াদ পেরিয়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। আর এবার কার্যত গোটা রাজ্যের প্রশাসনিক স্তরেই রদবদল করা হল।