Jadavpur University: ‘প্রাতিষ্ঠানিক খুনের দায় এড়াতে পারে না রাজ্য’, যাদবপুরের রেজিস্ট্রারকেও তুলোধনা সৃজনের
Jadavpur University: “এনআইআরএফ ব়্যাঙ্কিংয়ে ভারতের চার নম্বর ও পশ্চিমবঙ্গের এক নম্বর বিশ্ববিদ্যালয় যাদবপুর। তার পড়াশোনা, ভিতরের গণতান্ত্রিক পরিবেশ, ছাত্র-শিক্ষক সম্পর্ক, সিলেবাস সমস্তটা নিয়ে রাজ্যের সেরা প্রতিষ্ঠান যাদবপুর।” বলছেন সৃজন।
কলকাতা: এটা প্রাতিষ্ঠানিক খুন। রাজ্য সরকার দায় এড়াতে পারে না। যাদবপুরের (Jadavpur University) ছাত্রমৃত্যু নিয়ে বিতর্কের মধ্যে স্পষ্ট মত এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের। তাঁর দাবি, এর দায় অবশ্যই নিতে হবে রাজ্য সরকারকে। পাশাপাশি এ ঘটনার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপশি কীভাবে গোটা রাজ্যে ব়্যাগিংমুক্ত পড়াশোনার পরিবেশ তৈরি করা যায় সে জন্য সকলকে একযোগে এগিয়ে আসতে হবে বলেও মনে করছেন সৃজন। এদিন সাংবাদিক বৈঠকে সৃজন বলেন, “যাঁরা ওই ছাত্রের প্রাতিষ্ঠানিক খুন করল আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ব়্যাগিং বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে রাজ্যজুড়ে। করতে হবে মানসিকতার পরিবর্তন। সরকার, শিক্ষা জগতের সঙ্গে যুক্ত প্রতিটা স্টেক হোল্ডার, ছাত্র সংগঠনগুলি সকলে মিলে ব়্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে পারে কি না তা ভাবতে হবে। সেদিকে এগোতে হবে।”
এরপরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুল তোপ দাগেন রেজিস্ট্রারের বিরুদ্ধেও। কটাক্ষের সুরে বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের দায় এড়াতে পারে না। ভিসি নেই, প্রো ভিসির মেয়াদ ফুরিয়ে গিয়েছে। রেজিস্ট্রার একুশে জুলাইয়ের মঞ্চে চলে যেতে পারেন, সিক লিভ নিয়ে বিয়েবাড়িতে যেতে পারেন। কিন্তু এই ঘটনার পাঁচ দিন পর্যন্ত তাঁর দেখা মেলেনি। কাল এসে আবার কান্নাকাটি করেছেন।”
এখানেই না থেমে রাজ্য সরকারের দিকে আঙুল তুলে সৃজন আরও বলেন, “এনআইআরএফ ব়্যাঙ্কিংয়ে ভারতের চার নম্বর ও পশ্চিমবঙ্গের এক নম্বর বিশ্ববিদ্যালয় যাদবপুর। তার পড়াশোনা, ভিতরের গণতান্ত্রিক পরিবেশ, ছাত্র-শিক্ষক সম্পর্ক, সিলেবাস সমস্তটা নিয়ে রাজ্যের সেরা প্রতিষ্ঠান যাদবপুর। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই দুরাবস্থা চলছে। তাই যাদবপুরের মতো পাবলিক ইউনিভার্সিটিতে হওয়া এ ঘটনার দায় রাজ্য সরকার এড়াতে পারে না।”