Governor C V Anand Bose: বিতর্কের মাঝেই কলকাতা ছাড়লেন রাজ্যপাল বোস
Governor C V Anand Bose: বৃহস্পতিবারই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন রাজভবনের এক মহিলা অস্থায়ী কর্মী। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায়। রাজ্যপাল নিজে এই অভিযোগ অস্বীকার করেছেন।

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবন থেকে বেরতেই কলকাতা ছাড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, রাজ্যপাল কোচি যাচ্ছেন। এই সফর তাঁর পূর্ব নির্ধারিত বলে জানা যাচ্ছে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলায় পরপর তিনটি জনসভা রয়েছে। বর্ধমান, কৃষ্ণনগর, বোলপুরে পরপর সভা রয়েছে মোদীর। বৃহস্পতিবার রাতেই কলকাতায় চলে আসেন প্রধানমন্ত্রী। তিনি রাজভবনে রাতে থাকেন। শুক্রবার সকাল ১০টা ১২ মিনিট নাগাদ তিনি রাজভবন থেকে বর্ধমানের উদ্দেশে রওনা দেন। প্রধানমন্ত্রীর সফর নিয়ে রাজভবন চত্বরে অন্যান্য দিনের তুলনায় আরও বেশি নজরদারি থাকে। এরই মধ্যে ১০টা ৩৫ মিনিট নাগাদ রাজভবন থেকে বের হতে দেখা যায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। জানা যাচ্ছে, তিনি কোচির উদ্দেশে রওনা দিচ্ছেন। যদিও রাজভবন সূত্রে বলা হচ্ছে, রাজ্যপালের এই কোচি সফর পূর্ব নির্ধারিতই ছিল।
বৃহস্পতিবারই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন রাজভবনের এক মহিলা অস্থায়ী কর্মী। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায়। রাজ্যপাল নিজে এই অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে, বৃহস্পতিবার রাতেই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরব হয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাতে রাজভবনের তরফ থেকেও কড়া পদক্ষেপ করা হয়। রাজভবনে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ‘নিষিদ্ধ’ করা হয়। এমনকি রাজভবন চত্বরে পুলিশের প্রবেশও নিষিদ্ধ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।





