TMC: কলকাতা উত্তরে ডামাডোল! কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছে শাসকদল
TMC: শুক্রবার ধর্মতলার একটি নামজাদা হোটেলে কলকাতার শাসকদলের প্রত্যেক কাউন্সিলরকে উপস্থিত থাকতে নিদান দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রের খবর, দলের ভিতরে দ্বন্দ্বের বা অসন্তোষের ছায়া কোনওভাবেই যাতে দলীয় প্রার্থীদের জয়ের ব্যাপারে প্রভাব না ফেলতে পারে তার স্পষ্ট বার্তা দেওয়া হবে এই বৈঠক থেকে।

কলকাতা: উত্তর কলকাতায় শাসকদলের অভ্যন্তরে ডামাডোল! অস্বস্তি বুঝেই শুক্রবার দুপুরে শহরে দলের পরিস্থিতি বুঝতে দলীয় কাউন্সিলরদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে শাসকদল। নির্বাচন দুয়ারে। তার আগেই উত্তর কলকাতার শাসক দলের রাজনৈতিক আবহে রীতিমতো অসন্তোষের ছায়া। গরমের দাবদাহের মতই কলকাতার একাংশের শাসকদলের অন্দরমহল যেন ক্রমশ তপ্ত হচ্ছে।
ডামাডলের পরিস্থিতিতে কলকাতা উত্তরের লোকসভা আসনটি নিজেদের দখলে রাখার বিষয়ে রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কাছে। এই পরিস্থিতিতে কলকাতা শহরের প্রত্যেক তৃণমূল কাউন্সিলরকে নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকল শাসক দলের কলকাতা জেলা।
শুক্রবার ধর্মতলার একটি নামজাদা হোটেলে কলকাতার শাসকদলের প্রত্যেক কাউন্সিলরকে উপস্থিত থাকতে নিদান দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রের খবর, দলের ভিতরে দ্বন্দ্বের বা অসন্তোষের ছায়া কোনওভাবেই যাতে দলীয় প্রার্থীদের জয়ের ব্যাপারে প্রভাব না ফেলতে পারে তার স্পষ্ট বার্তা দেওয়া হবে এই বৈঠক থেকে। মূলত রূপরেখা স্থির করা হবে কলকাতার আসনগুলোর জন্য।
কে দলে রয়েছে বা কে দলে নেই, কে কার কাছের লোক, কে কাকে পছন্দ বা অপছন্দ করে — এগুলিকে দূরে সরিয়ে রেখে দলীয় প্রার্থীকে জেতানোকেই একমাত্র মূল মন্ত্র হিসেবে শপথ নেওয়ার দায়িত্বের কথাই এই বৈঠক থেকে বার্তা দেওয়া হবে বলে দলীয় সূত্রে খবর।
কলকাতা উত্তরের আসন নিয়ে বিশেষভাবে চিন্তিত রাজ্যের শাসক দল। সেকারণেই এই লোকসভার অন্তর্গত কলকাতা পুরসভার শাসক দলের কাউন্সিলরদের বিশেষ দায়িত্ব পালন এবং সতর্ক থাকার পরামর্শ এই বৈঠক থেকে দেওয়া হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এদিনের বৈঠক থেকে কলকাতা জেলা নেতৃত্ব এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একটা বিষয় পরিষ্কার করে দিতে চান, দ্বন্দ্ব বরদাস্ত নয়। বরং এই আসনগুলিতে প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেটা ভেবেই যেন কাউন্সিলাররা দলীয় প্রার্থীকে জেতানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।
বর্তমানে কলকাতা পৌরসভা এলাকায় ১৪৪টি ওয়ার্ডের মধ্যে মোট ১৩৮টি ওয়ার্ড তৃণম তৃণমূলের দখলে (৩ জন নির্দল এবং ১ জন কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ার পরে)। যাঁদের মধ্যে ২ জন মৃত। অর্থাৎ বাকি ১৩৬ জনকে উপস্থিত থাকতে হবে এই উচ্চ পর্যায়ের বৈঠকে।
কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, যাদবপুর এবং ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে কলকাতা পুরসভার ওয়ার্ডগুলো বিস্তৃত। গত লোকসভা নির্বাচনে কলকাতা পুরসভা এলাকায় ১৪৪টি আসনের মধ্যে ৫০টি আসনে শাসকদল পিছিয়ে ছিল। যার মধ্যে বিজেপি এগিয়েছিল ৪৭টি আসনে এবং বামেরা ৩টি আসনে। বাকি ৯৪ টি আসনে এগিয়েছিল তৃণমূল। তবে ওয়ার্ডে পিছিয়ে থাকার কারণে তিনটি বিধানসভা — রাসবিহারী, শ্যামপুকুর এবং জোড়াসাঁকো এলাকায় বিজেপি লিড নিয়েছিল।
সেই একই ফলাফল তৃণমূল কোনভাবেই চাইছে না বলে মনে করছে রাজনৈতিক মহল। আর সে কারণেই কলকাতায় ভোটের ঠিক এক মাস আগেই এই উচ্চপর্যায়ের বৈঠক ডাকল শাসকদলের কলকাতা নেতৃত্ব।





