Governor Bose: হাসপাতালে সুকান্ত, তড়িঘড়ি দিল্লি থেকে ফিরছেন রাজ্যপাল
Governor Bose: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেই সুকান্ত মজুমদার পড়ে যান বলে অভিযোগ। গাড়ি থেকে মাটিতে পড়েই সংজ্ঞা হারান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বসিরহাটের সুপার স্পেশালিটি হাসপাতালে। অক্সিজেন সাপোর্ট দিতে হয় তাঁকে।
কলকাতা: সন্দেশখালির পরিস্থিতি দেখতে কিছুদিন আগেই কেরল সফর কাটছাঁট করে কলকাতায় ফিরেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার দিল্লি সফর শেষ হওয়ার আগেই ফের তড়িঘড়ি ফিরছেন কলকাতায়। সূত্রের খবর, আজ বুধবার রাতের মধ্যেই কলকাতায় পৌঁছবেন রাজ্যপাল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েছেন, এই খবর পেয়েই তিনি কলকাতায় ফিরছেন বলে সূত্রের খবর। রাত ৮টা ২০ মিনিটে তাঁর কলকাতা বিমানবন্দরে নামার কথা।
এদিন সকালে বসিরহাটের টাকিতে বিক্ষোভ দেখাতে গিয়ে গাড়ি থেকে পড়ে অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেই তিনি পড়ে যান বলে অভিযোগ। গাড়ি থেকে মাটিতে পড়েই সংজ্ঞা হারান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বসিরহাটের সুপার স্পেশালিটি হাসপাতালে। অক্সিজেন সাপোর্ট দিতে হয় তাঁকে।
তাঁর শরীরে রক্তচাপ বেশি ও অক্সিজেনের মাত্রা স্বাভাবিক না থাকায় কলকাতায় স্থানান্তরিত করা হয় সুকান্ত মজুমদারকে। ভর্তি করা হয়েছে কলকাতায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। সেই হাসপাতালে তাঁকে দেখতে যেতে পারেন রাজ্যপাল। দিল্লিতে এদিন এক বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল আনন্দ বোসের। সেই কর্মসূচি বাতিল করেই তাঁকে কলকাতায় ফিরে আসতে হচ্ছে।
কয়েকদিন আগেই কেরল থেকে ফিরে সন্দেশখালিতে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলে অভিযোগ সম্পর্কে জানার চেষ্টা করেন তিনি। শুধু তাই নয়, ফোন করে দিল্লি থেকে মহিলাদের খোঁজ খবর নিয়েছেন বলেও সূত্রের খবর।