CV Ananda Bose: আস্থানা-সহ ভিনরাজ্যের আমলাদের নিয়ে কমিটি রাজ্যপালের, প্রশাসনের ওপর নজরদারি রাজভবনের?

CV Ananda Bose: রাজভবন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যে কোথায় আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে, কোথায় আবাস যোজনার কাজ ঠিক মতো এগোচ্ছে না, সে সবের ওপর নজর রাখতেই এই কমিটি গড়ছেন রাজ্যপাল।

CV Ananda Bose: আস্থানা-সহ ভিনরাজ্যের আমলাদের নিয়ে কমিটি রাজ্যপালের, প্রশাসনের ওপর নজরদারি রাজভবনের?
রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2023 | 10:59 PM

কলকাতা: সিভি আনন্দ বোস (CV Ananda Bose) রাজ্যপাল হওয়ার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে সুসম্পর্কই নজরে এসেছে। কখনও প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়ষী প্রশংসা করেছেন রাজ্যপাল, আবার কখনও রাজ্যপালের হাতেখড়ি-তে সহজ পাঠ উপহার দিতে দেখা গিয়েছে মমতা। তবে আপাত মধুর সম্পর্কের তলায় কি দানা বাঁধছিল সংঘাত! সাম্প্রতিক কিছু বিষয়ে এমনই ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর, রাজ্যপাল ইতিমধ্যেই তিনটি কমিটি গঠন করেছেন। রাজ্য প্রশাসনের ওপর নজরদারি চালাতে এই কমিটি গঠন করা হচ্ছে কি না, সেই প্রশ্নও উঠছে।

জানা যাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই তিনটি কমিটি তৈরি হয়েছে। গভর্নরস অ্যাডভাইজরি কাউন্সিল,  গভর্নরস রিসোর্স গ্রুপ ও গভর্নরস এক্সপার্ট কমিটি। কমিটির মাথায় থাকবেন ভিনরাজ্যের আমলারা। ইতিমধ্যে রাজভবনে সেই সব কমিটির অফিস ঘর তৈরি করার কাজ শুরু হয়েছে বলে সূত্রের খবর। শুধু তাই নয়, রাজভবন সূত্রে খবর, ওই আমলাদের থাকা, খাওয়া, দেহরক্ষী, যাতায়াতের খরচ বহন করতে হবে রাজ্য সরকারকে।

রাজভবনের তরফে এই তিন কমিটির সদস্যদের নিয়োগপত্র দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, সেই সংক্রান্ত সব ফাইল নবান্নে পাঠানোর কথা নন্দিনী চক্রবর্তীকে বলেছিলেন রাজ্যপাল। কিন্তু তিনি নাকি সে ফাইল পাঠাননি। তারপর থেকেই বিরোধ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। এই কমিটিগুলির পাশাপাশি রাজ্যপাল একটি গোল্ডেন গ্রুপ তৈরি করেছেন। তাতে প্রাক্তন সিবিআই কর্তা রাকেশ আস্থানা সহ মোট তিনজন সদস্য রয়েছেন বলে জানা গিয়েছে। রাজভবন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যে কোথায় আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে, কোথায় আবাস যোজনার কাজ ঠিক মতো এগোচ্ছে না, সে সবের ওপর নজর রাখতেই এই কমিটি গড়ছেন রাজ্যপাল।

নবান্নের তরফে এ বিষয়ে আপত্তি জানানো হলেও রাজ্যপাল নিজের অবস্থানে অনড় ছিলেন। সচিব নন্দিনীর মাধ্যমে সব বিষয় জানিয়েও দিয়েছিলেন নবান্নকে। যাঁদের এই কমিটিতে রাখা হয়েছে, তাঁরা প্রশাসনিক কাজে অত্যন্ত দক্ষ। এদের মধ্যে আইআইটি বা আইআইএমের প্রাক্তন ডিরেক্টররাও রয়েছেন। দিল্লিতে বসে রাজ্যপাল এই কমিটি তৈরি করেন।

উল্লেখ্য, ২০ জানুয়ারির পর প্রায় এক মাস কেটে গিয়েছে। রাজ্যের সঙ্গে সু সম্পর্কে কোনও খামতি দেখা যায়নি রাজ্যপালের। তবে, বিরোধ সামনে আসে এই আইএএস নন্দিনী চক্রবর্তীকে কেন্দ্র করেই। তাঁকে রাজভবন অব্যাহতি দিলেও নবান্ন তাঁকে সরাতে রাজি ছিল না। তবে বুধবার তাঁকে সরানোর নির্দেশিকা দিয়েছে নবান্ন।