Governor CV Ananda Bose: বেড়েছে জীবনের ঝুঁকি! বাংলার রাজ্যপালকে জেডপ্লাস সুরক্ষা

Governor CV Ananda Bose: বাড়তি নিরাপত্তা দেওয়ার এই সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। গোয়েন্দা সংস্থাগুলি তাঁদের মূল্যায়নের ভিত্তিতে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দানের প্রস্তাব দিয়েছিল।

Governor CV Ananda Bose: বেড়েছে জীবনের ঝুঁকি! বাংলার রাজ্যপালকে জেডপ্লাস সুরক্ষা
সিভি আনন্দ বোস (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 04, 2023 | 11:54 AM

কলকাতা: নিরাপত্তা বাড়ল বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বাংলার গর্ভনরকে এবার দেওয়ার হল জেডপ্লাস (Z+) সুরক্ষা বেষ্টনী। বাড়তি নিরাপত্তা দেওয়ার এই সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। গোয়েন্দা সংস্থাগুলি তাঁদের মূল্যায়নের ভিত্তিতে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দানের প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবে বলা হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের জীবনের ঝুঁকি আরও বেড়েছে। সেই মোতাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বাংলার রাজ্যপালের নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে।

এবার থেকে বাংলার রাজ্যপালকে নিরাপত্তা দেবেন কেন্দ্রের রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফের জওয়ানরা। এর আগে জগদীপ ধনখড়কেও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রদান করা হয়েছিল। তিনি জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। এবার সিভি আনন্দ বোসকেও সেই একই ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে।

প্রসঙ্গত, ২০২২ এ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন অবসরপ্রাপ্ত আইএএস (IAS)অফিসার ডঃ সিভি আনন্দ বোস। এর আগে বাংলার রাজ্যপাল পদে আসীন ছিলেন জগদীপ ধনখড়। রাজ্য সরকারের সংঘাত বারবার খবরের শিরোনামে এসেছে। কিন্তু, বছরের মাঝামাঝি নতুন খবর সামনে আসে। ধনখড়কে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করে বিজেপি। সেই নির্বাচনে জিতে উপরাষ্ট্রপতি হন তিনি। আর বাংলায় তাঁর জায়গায় অস্থায়ীরূপে রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করেন লা গণেশন।

কয়েকমাস সেই দায়িত্ব পালন করেন লা গণেশন। অবশেষে নভেম্বরে বাংলায় স্থায়ী রাজ্যপালের নাম ঘোষণা করে কেন্দ্র। তিনি সিভি আনন্দ বোস। ২৩ নভেম্বর বাংলার রাজ্যপাল পদে শপথ নিয়েছেন সিভি আনন্দ বোস। রাজভবনে পা রেখেই তিনি স্পষ্ট করে দিয়েছেন, রাজনীতিক মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিয়ে তিনি ভাবিত নন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কাজ। সেই কাজ তিনি কতটা দক্ষতার সঙ্গে করেন, নতুন বছরে সেদিকেই থাকবে নজর।