DA আন্দোলনকারীদের দেখানো রাস্তায় আদালতে আবেদন, কালীঘাটে মিছিলের পথে Group D-র চাকরিপ্রার্থীরা
Group-D: সূত্রের খবর, আগামী ১৭ তারিখ মিছিল করতে চাইছেন আন্দোলনকারীরা। কিন্তু, পুলিশ অনুমতি দিতে চায়নি। সে কারণেই তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
কলকাতা: কখনও চাকরিপ্রার্থীদের আন্দোলনে তপ্ত হচ্ছে তিলোত্তমা, কখনও আবার ডিএ-র দাবিতে সরকারি চাকরিজীবীদের আন্দোলনে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিশাল মিছিলের আয়োজন করা হয় সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। তৃণমূলের (Trinamool Congress) সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির সামনে দিয়ে গিয়েছিল এই মিছিল। মিছিলের অভিমুখ ছুঁয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পাড়াও। যদিও এই মিছিলের অনুমতি নিয়ে দড়ি টানাটানি চলেছিল বেশ কিছুদিন ধরেই। এবার শহীদ মিনার থেকে কালীঘাট মন্দির পর্যন্ত মিছিল করতে চাইছে গ্রুপ ডি-এর (Group-D) চাকরিপ্রার্থীরা।
ইতিমধ্যেই, শহীদ মিনার থেকে কালীঘাট মন্দির পর্যন্ত মিছিল করার আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। সূত্রের খবর, আগামী ১৭ তারিখ মিছিল করতে চাইছেন আন্দোলনকারীরা। কিন্তু, পুলিশ অনুমতি দিতে চায়নি। সে কারণেই তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এখন দেখার এই রাজ্যের শীর্ষ আদালতের তরফে কী নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, কালীঘাটে ডিএ আন্দোলনের একশোতম দিনে মিছিলের অনুমতি মিললেও হরিশ মুখোপাধ্যায় রোডে যাওয়ার অনুমতি দিচ্ছিল না পুলিশ। অনুমতি পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আন্দোলনকারীরা। কয়েকদিন আগেই বিচারপতি রাজাশেখর মান্থা সেই অনুমতি দিয়ে দেন। এখন কার্যত একই রাস্তায় গ্রুপ ডি-এর চাকরিপ্রার্থীরা।