High Court on Rally: পুলিশ লাঠিচার্জ করুক, কাঁদানে গ্যাস চালাক: প্রধান বিচারপতি
High Court on Rally: রাস্তা আটকে মিছিল নিয়ে বিরক্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। বলেন, "রোজ ১৫ টি করে মিছিল হচ্ছে। খবরের কাগজ খুললেই দেখা যাচ্ছে, এই মিছিলের জেরে শিশুরা ভুগছে।" শিক্ষকদের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
কলকাতা: কাজের দিনে রাস্তা আটকে মিছিল করলে হয়রান হতে হয় সাধারণ মানুষকে। আটকে পড়ে যানবাহন। গন্তব্যে পৌঁছতে কালঘাম ছোটে ছাত্রছাত্রীদেরও। তাই পুজোর মুখে আবারও একটি মিছিলের কথা শুনে বিরক্তি প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। শিক্ষক সংগঠনের তরফে মিছিল করার আবেদন জানানো হয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেই মামলায় প্রশ্নের মুখে পড়লেন মামলাকারীরা। শুধু তাই নয়, প্রয়োজনে পুলিশ মিছিল নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করতে পারে বলেও মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।
বৃহস্পতিবার শিক্ষক সংগঠনের করা মামলায় বিরক্তি প্রকাশ করে প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, “রোজ ১৫ টি করে মিছিল হচ্ছে। খবরের কাগজ খুললেই দেখা যাচ্ছে, এই মিছিলের জেরে শিশুরা ভুগছে, বড়দের অফিসে যেতে সমস্যা হচ্ছে।”
শিক্ষক সংগঠনের সচেতনতা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “আপনারা কোনও বিষয়ে সচেতন নন। যে যার নিজের স্বার্থে এই কাজগুলো করছেন। ছোট না বড় মিছিল জানি না। তবে আমার এদের বিষয়ে কোনও রেসপেক্ট নেই। এরা কাউকে মানে না।”
প্রধান বিচারপতির মন্তব্য, “আপনারা রাস্তা ব্লক করে দিন। প্রয়োজনে পুলিশও লাঠি চার্জ করবে, কাঁদানে গ্যাস চালাবে।” পুলিশ মিছিলের ভিড় নিয়ন্ত্রণ করুক, এমনটাই চান প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি এই মামলাটির দ্রুত শুনানির প্রয়োজনীয়তা নেই বলেই মনে করছেন। মূলত ডিএ বৃদ্ধি সহ একাধিক দাবিতে মিছিল করতে চেয়েছিল ওই সংগঠন। আগামিকাল, শুক্রবারই মিছিল করতে চায় তারা। পুলিশ অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন সংগঠনের সদস্যরা।