Higher Secondary: উচ্চমাধ্যমিকের সেমেস্টারে ফেল মানে ফেল, বড় সিদ্ধান্তের পথে সংসদ

Higher Secondary Exam: চলতি শিক্ষাবর্ষ থেকে বদলাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার পদ্ধতি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই নতুন পরীক্ষা পদ্ধতি চালু হবে। এবার থেকে একাদশ শ্রেণিতে হবে দু'টি সেমেস্টার ও দ্বাদশ শ্রেণিতে হবে দু'টি সেমেস্টার। দু'বছরে মোট চারবার পরীক্ষা হবে।

Higher Secondary: উচ্চমাধ্যমিকের সেমেস্টারে ফেল মানে ফেল, বড় সিদ্ধান্তের পথে সংসদ
প্রতীকী ছবি। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 31, 2024 | 6:17 PM

কলকাতা: উচ্চমাধ্যমিকের সেমেস্টার পদ্ধতিতে আসছে পাশ-ফেল প্রথা। মাত্র ২ মাসেই পুরনো সিদ্ধান্ত বদল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের নিয়ম ছিল চূড়ান্ত সেমেস্টারে সার্বিকভাবে পাশ করলেই পাশ। এখন নিয়ম হচ্ছে, পাশ করতে হবে প্রত্যেক সেমেস্টারে। এপ্রিলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সংসদ।

এতদিন যা ছিল—

প্রথম সেমেস্টার—৩৫

দ্বিতীয় সেমেস্টার—৩৫

প্রজেক্ট—৩০

প্রথম সেমেস্টারে শূন্য পেলেও পরীক্ষার্থী দ্বিতীয় সেমেস্টারের সুযোগ পায়। সেখানে সার্বিকভাবে পাশ করলেই পাশ।

যা হতে চলেছে—

প্রত্যেক সেমেস্টারে পাশ না করলে পরের সেমেস্টারের সুযোগ থাকবে না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “কেউ পরীক্ষায় বসেইনি বা বসলেও শূন্য পেল বা ২-৩ নম্বর পেল। তাহলেও সে পাশ করে যাচ্ছে। তাতে সেমেস্টারে পড়ার যে আগ্রহ, সেটা হয়ত থাকবে না। এরকম কিছু মতামত আমরা পেয়েছিলাম। তার ভিত্তিতে আমরা বিভিন্ন শিক্ষক সংগঠন, এডুকেশনিস্টদের সঙ্গেও এ নিয়ে আমরা কথা বলেছি। ফিডব্যাক নিচ্ছি। কিছু মিটিংও করছি। আমরা এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এটা নিয়ে আমাদের একটা দ্বিধা রয়েছে বলেই সেমেস্টার সিস্টেম নিয়ে নোটিফিকেশন বেরিয়েছে। সিলেবাসও আপলোড হয়েছে। কোয়েশ্চন প্যাটার্ন আপলোড হয়েছে। কিন্তু কোথাও অ্যাসেসমেন্ট ইভেলুয়েশন ক্রায়টেরিয়া এখনও আপলোড হয়নি।”