Kolkata Metro: পুজোর দিনগুলিতে কতক্ষণ অন্তর চলবে মেট্রো? দেখে নিন প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি

Kolkata Metro: পুজোয় বাড়ছে মেট্রোর সংখ্যা, সপ্তমী-অষ্টমী-নবমীতে কতক্ষণ অন্তর চলবে মেট্রো?

Kolkata Metro: পুজোর দিনগুলিতে কতক্ষণ অন্তর চলবে মেট্রো? দেখে নিন প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি
পুজোয় বাড়ছে মেট্রো
TV9 Bangla Digital

| Edited By: সোমনাথ মিত্র

Sep 20, 2022 | 10:07 AM

কলকাতা: মাস ঘুরতেই পুজো (Durga Puja 2022)। হাতে বাকি আর মাত্র ২ সপ্তাহ। বাজারে উপচে পড়ছে ভিড়। জোরকদমে চলছে কেনাকাটা। আর সে কারণেই বাড়তি ভিড় সামাল দিতে কিছুদিন আগেই বাড়িত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা মেট্রো রেল (Metro rail) কর্তৃপক্ষ। ০৩.০৯.২০২২ (শনিবার) থেকে ২৫.০৯.২০২২ (রবিবার) পর্যন্ত উত্তর-দক্ষিণ মেট্রো করিডোরে শনি ও রবিবার বিশেষ প্রাক-পুজো মেট্রো পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার পুজোর দিনগুলিতেও বাড়ছে মেট্রোর রেকের সংখ্যা। 

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর

এই রুটে পঞ্চমী (৩০/০৯/২২) এবং ষষ্ঠী (১/১০/২২) আপ – ডাউন মিলিয়ে মেট্রো চলবে ২৮৮ টি রেক। 

কখন শুরু হবে পরিষেবা? 

সকাল ৮ টা কবি সুভাষ থেকে ছাড়বে দক্ষিণেশ্বরের জন্য। 

সকাল ৮ টা ১০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে ছাড়বে কবি সুভাষের জন্য। 

সকাল ৮ টা দমদম থেকে ছাড়বে কবি সুভাষের জন্য। 

সকাল ৮ টা ৫ মিনিটে দমদম থেকে ছাড়বে দক্ষিণেশ্বরের জন্য। 

শেষ পরিষেবার সময়

রাত ১০ টা ৩৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে ছাড়বে কবি সুভাষের জন্য। 

রাত ১০ টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে ছাড়বে দক্ষিণেশ্বরের জন্য। 

রাত ১০ টা ৫০ মিনিটে দমদম থেকে ছাড়বে দক্ষিণেশ্বরের জন্য। 

রাত ১০ টা ৫০ মিনিটে কবি সুভাষ থেকে ছাড়বে দক্ষিণেশ্বরের জন্য।

সপ্তমী (০২/১০/২২), অষ্টমী (০৩/১০/২২) এবং নবমী (০৪/১০/২২) আপ – ডাউন মিলিয়ে মেট্রো চলবে ২৪৮ টি রেক। 

কখন শুরু হবে পরিষেবা? 

দুপুর ১ টা নাগাদ কবি সুভাষ থেকে ছাড়বে দক্ষিণেশ্বরের জন্য। 

দুপুর ১টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে ছাড়বে কবি সুভাষেরে জন্য। 

দুপুর ১ টা নাগাদ দমদম থেকে ছাড়বে কবি সুভাষের জন্য। 

দুপুর ১টা নাগাদ দমদম থেকে ছাড়বে দক্ষিণেশ্বরের জন্য। 

শেষ পরিষেবার সময়

ভোররাত ৩ টে ৪৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে ছাড়বে কবি সুভাষের জন্য। 

ভোররাত ৩ টে ৫০ মিনিটে কবি সুভাষ থেকে ছাড়বে দক্ষিণেশ্বরের জন্য। 

ভোর ৪ টে নাগাদ দমদম থেকে ছাড়বে কবি সুভাষের জন্য। 

ভোর ৪ টে নাগাদ কবি সুভাষ থেকে ছাড়বে দমদমের জন্য।

(সপ্তম, অষ্টমী এবং নবমী ৬ মিনিট অন্তর মেট্রো চলবে) 

দশমীতে (০৫/১০/২২) আপ – ডাউন মিলিয়ে মেট্রো চলবে ১৩২টি রেক। 

কখন শুরু হবে পরিষেবা? 

দুপুর ১ টা নাগাদ কবি সুভাষ থেকে ছাড়বে দক্ষিণেশ্বরের জন্য। 

দুপুর ১টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে ছাড়বে কবি সুভাষের জন্য। 

দুপুর ১ টা নাগাদ দমদম থেকে ছাড়বে কবি সুভাষের জন্য। 

দুপুর ১টা নাগাদ দমদম থেকে ছাড়বে দক্ষিণেশ্বরের জন্য। 

শেষ পরিষেবার সময়

রাত ৯ টা ৪৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে ছাড়বে কবি সুভাষের জন্য। 

রাত ৯ টা ৫০ মিনিটে কবি সুভাষ থেকে ছাড়বে দক্ষিণেশ্বরের জন্য। 

রাত ১০ টা নাগাদ দমদম থেকে ছাড়বে কবি সুভাষের জন্য। 

রাত ১০ টা নাগাদ কবি সুভাষ থেকে ছাড়বে দমদমের জন্য।

একাদশী (০৬/১০/২২), দ্বাদশী (০৭/১০/২২) এবং ত্রয়োদশী (০৮/১০/২২)  আপ – ডাউন মিলিয়ে মেট্রো চলবে ২৩৪ টি রেক। 

কখন শুরু হবে পরিষেবা? 

ভোর ৬ টা ৫০ মিনিট নাগাদ কবি সুভাষ থেকে ছাড়বে দক্ষিণেশ্বরের জন্য। 

ভোর ৬ টা ৫০ মিনিট নাগাদ দমদম থেকে ছাড়বে কবি সুভাষেরের জন্য। 

ভোর ৬ টা ৫৫ মিনিট নাগাদ দমদম থেকে ছাড়বে দক্ষিণেশ্বরের জন্য। 

সকাল ৭টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে ছাড়বে কবি সুভাষের জন্য। 

শেষ পরিষেবার সময় 

রাত ৯ টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে ছাড়বে কবি সুভাষের জন্য। 

রাত ৯ টা ৩০ মিনিটে কবি সুভাষ থেকে ছাড়বে দক্ষিণেশ্বরের জন্য। 

রাত ৯ টা ৪০ মিনিটে দমদম থেকে ছাড়বে কবি সুভাষের জন্য। 

রাত  ৯ টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে ছাড়বে দমদমের জন্য।

ইস্ট – ওয়েস্ট মেট্রো পরিষেবা

সপ্তমী (০২/১০/২২), অষ্টমী (০৩/১০/২২) এবং নবমী (০৪/১০/২২) আপ – ডাউন মিলিয়ে মেট্রো চলবে ৭২ টি রেক। 

কখন শুরু হবে পরিষেবা? 

বেলা ১১ টা ৫৫ মিনিট নাগাদ শিয়ালদহ থেকে ছাড়বে সেক্টর ফাইভের জন্য। 

বেলা ১২টা নাগাদ সেক্টর ফাইভ থেকে ছাড়বে শিয়ালদহের জন্য। 

শেষ পরিষেবার সময় 

রাত ১১ টা ৩৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে সেক্টর ফাইভের জন্য। 

রাত ১১ টে ৪০ মিনিটে সেক্টর ফাইভ থেকে ছাড়বে শিয়ালদহের জন্য।

দশমী (০৫/১০/২২) আপ – ডাউন মিলিয়ে মেট্রো চলবে ৪৮ টি রেক। 

কখন শুরু হবে পরিষেবা? 

বেলা ১১ টা ৫৫ মিনিট নাগাদ শিয়ালদহ থেকে ছাড়বে সেক্টর ফাইভের জন্য। 

বেলা ১২টা নাগাদ সেক্টর ফাইভ থেকে ছাড়বে শিয়ালদহের জন্য। 

শেষ পরিষেবার সময় 

সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিট নাগাদ শিয়ালদহ থেকে ছাড়বে সেক্টর ফাইভের জন্য। 

সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ সেক্টর ফাইভ থেকে ছাড়বে শিয়ালদহের জন্য।

সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে এই রুটে ২০ মিনিট অন্তর মেট্রো চলবে বলে জানা যাচ্ছে।

মেট্রোর তরফে সময়সূচি ছাড়াও পুজো উপলক্ষে যে বিশেষ ব্যবস্থাগুলি নেওয়া হচ্ছে 

১) প্রতিটি মেট্রো স্টেশনের বাইরে কলকাতা পুলিশের ক্যাম্প করা হবে।

২) মেট্রো স্টেশন গুলিতে যাতে পুজোর দিনগুলিতে ভিড় হলেও পর্যাপ্ত নিরাপত্তা এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বোধ বজায় থাকে তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩) মেট্রো রেকগুলি পরিষ্কার – পরিচ্ছন্ন নিয়মিত করা হবে।

৪) মেট্রো রেকের ভিতরে ডিসপ্লে বোর্ড এবং গন্তব্যস্থল সংক্রান্ত তথ্যসূচির যাতে কোনো রকম বিভ্রাট না হয় তার জন্য আগাম ব্যবস্থা নেওয়া হবে।

৫) পুজোয় ভিড়ের দিনগুলিতে রেকগুলিতে যান্ত্রিক বা বিদ্যুৎ বিভ্রাট যাতে না হয় তার জন্য আগাম খতিয়ে দেখা হচ্ছে। রেক গুলিতে এসি যাতে সমস্যা না হয়, তার জন্য ইতিমধ্যে সেগুলি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

৬) ভিড়ের দিনগুলিতে রেল পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে আত্মহত্যার ঘটনা এড়াতে। 

এই খবরটিও পড়ুন

৭) মূলত কয়েকটি স্টেশনকে অতি ভিড় প্রবণ বলে চিহ্নিত। কালীঘাট, দমদম, শোভাবাজার, মহাত্মা গান্ধী রোড, শ্যামবাজার, টালিগঞ্জ, গীতাঞ্জলি। এই স্টেশন গুলিতে ভিড় নিয়ন্ত্রণে বাড়তি পদক্ষেপ করা হবে। 

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla