HS Exam: আগামী বছর থেকে উচ্চমাধ্যমিকে নতুন সংযোজন, বড় ঘোষণা সংসদ সভাপতির

HS: সংসদ সভাপতি বলেন, উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষা ভালই হয়েছে। শুক্রবার ছিল প্রথম ভাষার পরীক্ষা। ৭ লক্ষের উপর পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ১৪ তারিখের নোটিসে বলা ছিল মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকলে তাকে সাসপেন্ড করা হবে।

HS Exam: আগামী বছর থেকে উচ্চমাধ্যমিকে নতুন সংযোজন, বড় ঘোষণা সংসদ সভাপতির
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ও সচিব প্রিয়দর্শিনী মল্লিক।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2024 | 3:48 PM

কলকাতা: উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষা। প্রথমদিনই একাধিক জায়গায় পরীক্ষাকেন্দ্র নিয়ে ভোগান্তি পোহাতে হল পড়ুয়াদের। এক জায়গায় সিট পড়লেও ভুল করে অন্য স্কুলে গিয়ে হাজির হয় পরীক্ষার্থীরা। রীতিমত টেনশনে পড়ে যান অভিভাবকরাও। মালদহের একটি স্কুলে এমনটা ঘটেছে বলে এদিনই সাংবাদিক বৈঠক করে জানান, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। একই অভিযোগ উঠেছে লেকটাউনের একটি স্কুলেও। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকে। কিন্তু উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তার উল্লেখ থাকে না। তাতেই যে বিড়ম্বনা তা মানছে সংসদও।

এদিন চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “মালদহে একটি স্কুলে ৭-৮ জন ভুল ভেন্যুতে চলে যায়। হেড অব দ্য ইনস্টিটিউশনের কথায় তারা গেলেও সেটা সঠিক ভেন্যু ছিল না। এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকে না। আজকের ঘটনার পর আগামী বছর থেকে অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকবে।

একইসঙ্গে সংসদ সভাপতি বলেন, উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষা ভালই হয়েছে। শুক্রবার ছিল প্রথম ভাষার পরীক্ষা। ৭ লক্ষের উপর পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ১৪ তারিখের নোটিসে বলা ছিল মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকলে তাকে সাসপেন্ড করা হবে।

দক্ষিণ ২৪ পরগনার পশ্চিম গাবেরিয়া হাইস্কুলে বারাসত (দক্ষিণ) এসএ হাইস্কুলের দুই পরীক্ষার্থী স্মার্ট ফোন নিয়ে ঢোকায় তাদের সাসপেন্ড করা হয়। দক্ষিণ ২৪ পরগনায় স্পর্শকাতর ভেন্যু নেই বলে জানান তিনি। পরীক্ষক তা ধরেন। এছাড়া আসানসোলে সেন্ট মেরি গোরিটি হাইস্কুলে শান্তিনগর বিদ্যামন্দিরের এক পরীক্ষার্থীকে মোবাইল-সহ ধরা হয়।

উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র সিরিয়াল নম্বর আর বারকোড ছিল এবার। খাতার উপর ডানদিকে প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর লিখতে হয়েছে। চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “৯টা ৪৫ এ পরীক্ষা শুরু হয়। ১১.৩০ নাগাদ একটা প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট হয়। কিন্তু ওটা আমাদের প্রশ্নপত্র নয়।” সংসদ সভাপতি জানান, উত্তরপত্রে সিরিয়াল নম্বর থাকবে পরের বছর থেকে। ৬২ টা বিষয়ে সিরিয়াল নম্বর থাকবে।