Election Commission: এই কাজ না হলেই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে ভোট, কড়া নির্দেশ কমিশনের

Election Commission: কমিশন সূত্রে খবর, ওয়েবকাস্টিং বন্ধ নিয়ে প্রিসাইডিং অফিসারের জবাব সন্তোষজনক না হলে সঙ্গে সঙ্গে তাঁকে সরিয়ে দেওয়া হবে। এমনকি এর পিছনে গাফিলতি নজরে পড়লে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতেও বলা হয়েছে।

Election Commission: এই কাজ না হলেই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে ভোট, কড়া নির্দেশ কমিশনের
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 31, 2024 | 11:59 AM

কলকাতা: হাতে আর একটা দিন। তারপরেই ফের ভোট বঙ্গে। শেষ ল্যাপে একেবারে ৯ কেন্দ্রে নির্বাচন। এদিকে সপ্তম তথা শেষ দফার ভোটে ওয়েবকাস্টিংয়ের উপর আরও জোর বাড়াল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, বুথে ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা বন্ধ থাকলে ভোটগ্রহণও বন্ধ রাখতে বলা হয়েছে। 

ভোটগ্রহণ পর্বে ক্যামেরা যে চলছে তা নিশ্চিত করতে হবে প্রিসাইডিং অফিসারকে। এ নিয়ে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। কোনও কারণে ওয়েবকাস্টিং বন্ধ হলে তার উপযুক্ত জবাব দিতে হবে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে। এমনই নির্দেশ কমিশনের। 

কমিশন সূত্রে খবর, ওয়েবকাস্টিং বন্ধ নিয়ে প্রিসাইডিং অফিসারের জবাব সন্তোষজনক না হলে সঙ্গে সঙ্গে তাঁকে সরিয়ে দেওয়া হবে। এমনকি এর পিছনে গাফিলতি নজরে পড়লে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতেও বলা হয়েছে। 

প্রসঙ্গত, এদিনও আবার ষষ্ঠ দফার ভোটে ক্যামেরা বন্ধ নিয়ে কমিশনে নালিশ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “ষষ্ঠ দফায় অনেক ক্যামেরা বন্ধ ছিল। তবে দিনের শেষে ১৫০ টি বুথে ক্যামেরা চলেনি। সুন্দরবনের কয়েকটি বুথ ছাড়া এসব জায়গায় ওয়েব কাস্টিং ম্যান্ডেটরি। সিইও বলেছেন ক্যামেরা বন্ধ থাকলে ভোট বন্ধ থাকবে, ক্যামেরা অফলাইন থাকলে ভোট করতে দেবেন না।”