Income Tax: শহরের লটারি সংস্থায় আয়কর দফতরের হানা, তল্লাশি নদিয়া-শিলিগুড়িতে
Income Tax Raid: নদিয়া ও শিলিগুড়িতেও আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। হিসাব বহির্ভূত সম্পত্তির হদিশ মিলেছে একাধিক ব্যবসায়ীর। তার ভিত্তিতেই অতর্কিতে হানা কেন্দ্রীয় এজেন্সির।
কলকাতা: ইডি-সিবিআই-এর পর এবার রাজ্যজুড়ে আয়কর হানা। কলকাতা ও জেলার একাধিক জায়গায় আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। তল্লাশি চলছে কলকাতার একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে। অন্যদিকে, নদিয়া ও শিলিগুড়িতেও আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। হিসাব বহির্ভূত সম্পত্তির হদিশ মিলেছে একাধিক ব্যবসায়ীর। তার ভিত্তিতেই অতর্কিতে হানা কেন্দ্রীয় এজেন্সির।
KEY HIGHLIGHTS
- সাত সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলছে এসপি মুখার্জি রোডের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে। কেন্দ্রীয় বাহিনী জাওয়ানরা ঘিরে রেখেছে প্রতিষ্ঠানটি। পরিচয় জেনে তারপরেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
- স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এটি একটি লটারি সংস্থা। এর আগেও এই সংস্থায় তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান।
- নদিয়ার রানাঘাট বিধানসভার গাংনাপুর থানার NPGRM আটা মিলে ও হরিণঘাটার শিমুলিয়ার রাইস মিল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সমস্ত জায়গা থেকে বেরিয়ে যায়। এই রাইস মিল ও আটা কলের মালিক বকিবুল রহমান।
- আইটি তল্লাশি চালাচ্ছে শিলিগুড়ির এক লটারি বিক্রেতার বাড়িতেও। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসও উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।
- তল্লাশি চলছে বারাসতের একটি বেসরকারি সংস্থায়। ওই সংস্থার বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জানা যাচ্ছে, দেড়শো-দুশো কর্মী ওই সংস্থায় কাজ করেন। বৃহস্পতিবার সকালেও তাঁরা কাজে এসেছেন। ভিতরে তল্লাশি চললেও, আধিকারিকরা সংস্থার কর্মীদের ঢুকতে দিচ্ছেন।