Vande Bharat Express : ‘বন্দে ভারতের’ও কনভয়! সুরক্ষা বাড়াতে যাত্রার আগে রেইকি এক্সপ্রেস চালানোর ভাবনা রেলের

Vande Bharat Express : বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাপথে দু'ধারে আরপিএফ এবং স্থানীয় পুলিশ প্রশাসন দিয়ে নজরদারি বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়েছে রেলের তরফে।

Vande Bharat Express : 'বন্দে ভারতের'ও কনভয়! সুরক্ষা বাড়াতে যাত্রার আগে রেইকি এক্সপ্রেস চালানোর ভাবনা রেলের
বন্দে ভারত এক্সপ্রেস।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 04, 2023 | 11:16 PM

কলকাতা : চলতি সপ্তাহে পর পর দুদিন লাগাতার হামলার ঘটনা ঘটেছে বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express)। সোমবারের পর ফের মঙ্গলবারও পাথর ছোড়ার ঘটনা ঘটে দেশের এই দ্রুততম এক্সপ্রেসে। রেল সূত্রে খবর, দুটি ঘটনাই ঘটে উত্তরবঙ্গে (North Bengal)। লাগাতার পাথর ছোড়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে যাত্রীদের মধ্য়ে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যাত্রী সুরক্ষার কথা ভেবে এবার নড়েচড়ে বসেছে রেলও। সূত্রের খবর, বন্দে ভারত এক্সপ্রেস যে পথে যাবে সেই পথে নেওয়া হতে পারে একগুচ্ছ বাড়তি সুরক্ষা ব্যবস্থা। ট্রেন যাত্রার আগে সেখানে রেইকি এক্সপ্রেস চালানোর ভাবনা রয়েছে রেলের। 

একইসঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাপথে দু’ধারে আরপিএফ এবং স্থানীয় পুলিশ প্রশাসন দিয়ে নজরদারি বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়েছে রেলের তরফে। পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেসের ভিতর আরও বেশি করে আরপিএফ জওয়ান মোতায়ন করা হবে। নজরদারি বাড়বে রেল লাইনের উপরেও। এ বিষয়ে ইতিমধ্যেই স্থানীয় পুলিশ প্রশাসনের কাছ থেকে সাহায্য চেয়েছে রেল। সূত্রের খবর, রেলমন্ত্রক এবং রেল বোর্ডের কাছে বন্দে ভারত এক্সপ্রেস আক্রান্ত হওয়ার যে রিপোর্ট গিয়েছে তার পর্যালোচনাও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ট্রেনটির নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় স্তর থেকেও আরও একাধিক নির্দেশ আসার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। 

প্রসঙ্গত, মঙ্গলবার নিউ জলপাইগুড়ি থেকে ফিরতি পথে মালদায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির ইনপেকশন করছিলেন রেল কর্মীরা। সেখানেই রেল কর্মীরা দেখেন সি৩ এবং সি৬ কামরার জানলায় পাথরের দাগ রয়েছে। রেল কর্মীদের ধারনা, হাওড়া থেকে আসার পথে মঙ্গলবার দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে। তবে যাত্রীদের কেউ আহত হননি। অন্যদিকে সোমবার মালদহের সামসির কুমারগঞ্জের কাছে ট্রেনটি লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে জানা যায়। এতে ট্রেনটির একটি দরজার কাচ ক্ষতিগ্রস্ত হয়।