CBI in High Court: সিটের দায়িত্ব নিতে পারবেন না অখিলেশ সিং, আদালতের দৃষ্টি আকর্ষণ করল CBI
CBI in High Court: এই মুহূর্তে অখিলেশের বদলি সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে। বিকল্প বাছতে আদালতকে অনুরোধ করে সিবিআই।
কলকাতা : সম্প্রতি তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে সিট বদলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই অফিসার অখিলেশ সিং-এর নেতৃত্বে সিটের তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু অখিলেশ সিং-কে যাতে দায়িত্ব না দেওয়া হয়, সেই আর্জি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করল সিবিআই। কয়েকদিনের মধ্যেই অসম পুলিশের আইজি পদে যোগ দেবেন অখিলেশ। তাই দায়িত্ব নিতে পারবেন না তিনি।
বুধবার বিচারপতি সিট বদলের নির্দেশ দেন। এরপর বৃহস্পতিবার আদালতের দৃষ্টি আকর্ষণ করল সিবিআই। সিবিআইয়ের প্রাক্তন ডিআইজি অখিলেশকে সিটের দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছিল। সাতদিনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল আদালতের তরফে। এই মুহূর্তে অখিলেশের বদলি সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে। বিকল্প বাছতে আদালতকে অনুরোধ করে সিবিআই।
সিট থেকে বাদ দেওয়া হয়েছে দুই আধিকারিক ডেপুটি এস পি কে সি রিসিনামোল ও ইন্সপেক্টর ইমরান আশিককে। তাঁরা দুজনেই এই সংক্রান্ত কোনও কাগজে হাত দেবেন না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। বদলে চার অফিসারকে সিটের সদস্য হিসেবে আনা হচ্ছে। অংশুমান সাহা, বিশ্বনাথ চক্রবর্তী, প্রদীপ ত্রিপাঠী ও ওয়াসিম আক্রম নামে চার আধিকারিকের নাম দেওয়া হয়েছে। ডিআইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তদন্তের কথা বলা হয়েছিল। বিচারপতির নির্দেশ ছিল, দিল্লি থেকে ডিআইজি অখিলেশ সিং নেতৃত্ব দেবেন। তিনি যাতে অন্য কোনও তদন্তে হাত না দেন, তাঁকে যাতে কলকাতা থেকে সরানো না হয়, সেই নির্দেশও দিয়েছিল হাইকোর্ট।
উল্লেখ্য, গত ৬ মাসে নিয়োগ দুর্নীতির তদন্তের কী অগ্রগতি হয়েছে, তা জানতে চেয়েছিলেন বিচারপতি। তিনি জানতে পারেন, সেভাবে এগোয়নি তদন্ত। এরপরই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি।