Job seekers protest: ‘হকের চাকরি পেতে কতদিন?’ সকাল থেকেই সল্টলেকে চাকরি প্রার্থীদের বিক্ষোভ

Job seekers protest: আন্দোলনরত আর এক চাকরি প্রার্থী বলেন, "২৪৪ তম দিনে ধর্না মঞ্চ পড়ল। আজ পর্যন্ত প্যানেল প্রকাশ করল না। কোর্টের নামে জারিজুরি করছে এই নির্লজ্জ অপদার্থ চেয়ারম্যান।"

Job seekers protest: 'হকের চাকরি পেতে কতদিন?' সকাল থেকেই সল্টলেকে চাকরি প্রার্থীদের বিক্ষোভ
চাকরি প্রার্থীদের বিক্ষোভImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 11:04 AM

বুধবার এমএলএ হোস্টেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। পুলিশের বিরুদ্ধে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার অভিযোগ ওঠে। এরপর বৃহস্পতিবার সকাল হতে না হতেই বিক্ষোভে সামিল হলেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। হকের চাকরির দাবিতে আবারও বিক্ষোভের পথে তাঁরা। এক নজরে সকল আপডেট…

সর্বশেষ তথ্য উপরে

  1. আন্দোলনরত আর এক চাকরি প্রার্থী বলেন, “২৪৪ তম দিনে ধর্না মঞ্চ পড়ল। আজ পর্যন্ত প্যানেল প্রকাশ করল না। কোর্টের নামে জারিজুরি করছে এই নির্লজ্জ অপদার্থ চেয়ারম্যান।”
  2. আন্দোলনরত এক চাকরি প্রার্থী বলেন, “আমরা সারাদিন এখানে বসে থাকব। কমিশনের কোনও টালবাহানা আর শুনব না। আজকেই আমাদের প্যানেল দিতে হবে।” তাঁদের বক্তব্য শহিদ মিনারে বসে বসে তারা ক্লান্ত।
  3. কতদিন তারা আর অপেক্ষা করবেন প্রশ্ন তুলেছেন তাঁরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বিধাননগর থানার পুলিশ।
  4. দীর্ঘদিন ধরেই শহিদ মিনারে অবস্থান চালিয়ে যাচ্ছিলেন। এ দিন সকালবেলাই আচার্য সদনের জমায়েত শুরু করেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন।