JU: ভিসিহীন যাদবপুর উপাচার্য পাচ্ছে কবে? রাজ্যপাল-সাক্ষাতের পর জবাব জুটার

Jadavpur University: সূত্রের খবর, স্থায়ী উপাচার্যের ব্যাপারে রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস জানিয়েছেন, সুপ্রিম কোর্ট সার্চ কমিটি গঠন করলে তার পরই এ সংক্রান্ত সিদ্ধান্ত হবে। যাদবপুরের এখনকার অবস্থা নিয়ে এদিনের বৈঠকে বিশদে আলোচনা হয়।

JU: ভিসিহীন যাদবপুর উপাচার্য পাচ্ছে কবে? রাজ্যপাল-সাক্ষাতের পর জবাব জুটার
জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় সাংবাদিকদের মুখোমুখি। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2024 | 9:14 PM

কলকাতা: এই মুহূর্তে যাদবপুরে কোনও উপাচার্য নেই। স্থায়ী তো নেই-ই, নেই অস্থায়ী কেউ। এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসে যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বা জুটা। জুটার (JUTA) সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “উপাচার্য না থাকার কারণে কী কী সমস্যায় আমাদের বিশ্ববিদ্যালয়কে পড়তে হচ্ছে তা আমরা বলেছি। রাজ্যপাল সবটাই শুনেছেন। এ ব্যাপারে তিনি চিন্তিত। ভাবনাচিন্তা করছেন কীভাবে কী করা যায়। চেষ্টা করছেন আইনি পরামর্শ নিয়ে কীভাবে এই সমস্যা সমাধান করা যায়।”

সূত্রের খবর, স্থায়ী উপাচার্যের ব্যাপারে রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস জানিয়েছেন, সুপ্রিম কোর্ট সার্চ কমিটি গঠন করলে তার পরই এ সংক্রান্ত সিদ্ধান্ত হবে। যাদবপুরের এখনকার অবস্থা নিয়ে এদিনের বৈঠকে বিশদে আলোচনা হয়।

জুটার সাধারণ সম্পাদকের বক্তব্য, “অন্তর্বর্তী কিছু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন উনি। কারণ, স্থায়ী উপাচার্য সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়। সার্চ কমিটি হলে উনি সেটা দেখবেন। তার আগে যাদবপুরের জন্য কিছু করা যায় কি না উনি সেই বিষয়েও আইনি পরামর্শ নিচ্ছেন। উপাচার্য হিসাবে কে থাকবেন, সেটা উনি আমাদের কিছু বলেননি। আমরা বলতেও পারব না।” তবে এই সময়ের মধ্যে যাদবপুরের দৈনন্দিন কাজকর্ম যাতে আটকে না থাকে তার জন্য উনি যা করার করবেন বলেছেন। তাছাড়া বিষয়ভিত্তিক আচার্যের নমিনির জন্য প্রসেস করছেন।